শ্রীনগরে পুলিশের গাড়ি টার্গেট করে এলোপাথাড়ি গুলি জঙ্গিদের, শহিদ তিন, গুরুতর জখম ১১
ভর সন্ধায় জঙ্গি হামলায় কেঁপে উঠল শ্রীনগর। পুলিশ বাস লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি জঙ্গিদের। শ্রীনগরের পান্থাচকের জেওয়াল এলাকাতে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। গুরুতর আহত আরও ১১ জন পুলিশ কর্মী।

যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। আহত সমস্ত পুলিশ আধিকারিককে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পরেই জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। এই ঘটনার সঙ্গে অনেকেই পুলওয়ামার মিল পাচ্ছেন সামরিক পর্যবেক্ষকরা।
জানা গিয়েছে, ওই বাসে জম্মু এবং কাশ্মীর আর্মড পুলিশের 9th ব্যাটালিয়ানের জওয়ানরা ছিলেন। হঠাত করেই এই হামলার ঘটনা ঘটেছে। ফলে জঙ্গিদের উপর প্রত্যাঘাত করা সম্ভব হয়নি বলেই জানা যাচ্ছে। প্রকাশিত খবর অনুযায়ী, সন্ধায় এই ঘটনা ঘটেছে। ঘটনার পরেই এলাকা ছাড়ে জঙ্গিরা। কতজন জঙ্গি সেখানে ছিল তা এখনও কিছু স্পষ্ট নয়।
ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছেছে জম্মু-কাশ্মীর পুলিশ এবং সেনাবাহিনীর উচ্চ পদস্থ আধিকারিকরা। অন্যদিকে জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। গোটা এলাকা কর্ডন করে দেওয়া হয়েছে। গোটা শ্রীনগর জুড়ে হাই অ্যালার্ট জারি হয়েছে। সতর্ক করা হয়েছে বাহিনীকে। এমনটাই সুত্রের খবর।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা এখনও স্পষ্ট নয়। যদিও সুত্রের খবর, জম্মু-কাশ্মীরের United Liberation Front (ULF) নিষিদ্ধ সংগঠনটিই এই ঘটনা ঘটিয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এখনও সরকারি ভাবে কোনও কিছু বলা হয়নি।
ঘটনার পরেই জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে যে, শ্রীনগরের পান্থা চক জেওয়ানে হঠাত করে পুলিশ বাস টার্গেট করে জঙ্গিরা। বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি গুলি চালায়। আর এই হামলায় ১৪ জন গুরুতর জখম হয়েছে বলে দাবি পুলিশের। শুধু তাই নয়, গোটা এলাকা ঘিরে ধরে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে দাবি করা হয়েছে পুলিশের তরফে।
উল্লেখ্য, গত কয়েকদিনে জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা বেড়ে গিয়েছে। গত কয়েকদিনে আরও এক অতর্কিত হামলায় পুলিশের ফুই অফিসারের মৃত্যু হয়। এমনকি রবিবারও সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ভূস্বর্গ। আর সেই রেশ কাটতে না কাটতেই ফের বড়সড় হামলার ঘটনা।

ঘটনার পরেই অবসরপ্রাপ্ত এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, জঙ্গিদের এই ঘটনা পূর্ব-পরিকল্পিত। একেবারে গুছিয়ে এই হামলা চালানো হয়েছে বলে দাবি ওই পুলিশ আধিকারিকের। শুধু তাই নয়, স্থানীয় পুলিশ আধিকারিকরাই জঙ্গি টার্গেট ছিলেন বলেও দাবি ওই অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকের।