এবার শ্রীনগরের হাসপাতালে জঙ্গি হামলা, আশঙ্কাজনক ১ পুলিশকর্মী
এবার জঙ্গি হামলা শ্রীনগরের শ্রী মহারাজা হরি সিং হাসপাতালে। হামলা চালিয়ে এক জঙ্গিকে ছাড়িয়ে নিয়ে যায় জঙ্গিরা। ঘটনায় দুই পুলিসকর্মী আহত হয়েছেন।

হঠাৎই হামলা শ্রীনগরের হাসপাতালে। সংবাদ সংস্থা সূত্রে খবর, পুলিশকর্মীরা অসুস্থ এক পাকিস্তানি জঙ্গি নাভিদ কে নিয়ে শ্রী মহারাজা হরি সিং হাসপাতালে গিয়েছিলেন। সেই খবর আগে থেকেই ছিল জঙ্গিদের কাছে। অসুস্থ জঙ্গি সামনে পেয়ে পুলিশের ওপর গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। গুলি যুদ্ধের মধ্যেই অসুস্থ ওই জঙ্গি পালিয়ে যেতে সক্ষম হয়। হামলাকারী জঙ্গিরাও পালিয়ে যায়।
জানা গিয়েছে, ২০১৪ সালে সোপিয়ান থেকে গ্রেফতার করা হয়েছিল জঙ্গি আবু হানজুল্লাকে।
দুই পুলিশকর্মী এই জঙ্গি হামলায় আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
#FLASH Two policemen injured after terrorists fired shots at Shri Maharaja Hari Singh hospital in Srinagar #JammuAndKashmir pic.twitter.com/zY6pf6JGrJ
— ANI (@ANI) February 6, 2018