কাশ্মীরে ফের জঙ্গিদের নিশানায় সিআরপিএফের কনভয়, মৃত ২ জওয়ান সহ ৩
লাদাখ উত্তেজনার মধ্যেই সোপরে জঙ্গি হামলা। সিআরপিএফের পেট্রোলিং পার্টির উপর হামলা চালায় জঙ্গিরা। ঘটনায জখম হয়েছেন ৪ জওয়ান। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হয়েছেন এক পথচারীও। হাসপাতালে দুই জওয়ান ও এক পথচারীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ সোপরের মডেল টাউন এলাকায় পেট্রোলিং করছিল সিআরপিএফের জওয়ানরা। হঠাৎ করে হামলা চালায় জঙ্গিরা। কাশ্মীর পুলিসের প্রধান দিলবাগ সিং জানিয়েছেন জখম চার জওয়ানের মধ্যে দুজন সামান্য আহত হয়েছেন। প্রথমিক চিকিৎসার পর তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার পরেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। তল্লাশি অভিযান শুরু করেছে পুলিস। কয়েকদিন আগেই কাশ্মীরের ডোডা জেলাকে জঙ্গি মুক্ত ঘোষণা করেছিল পুলিস। সেখানে একাধিক অভিযান চালিয়ে জঙ্গি নিকেশ করা হয়েছিল। তবে লাদাখে উত্তেজনার সুযোগে পাকিস্তান যে জঙ্গি কার্যকলাপ বাড়াবে সেই আশঙ্কার কথা আগেই জানিয়েছিলেন দিলবাগ সিং।

কলকাতায় 'রেকর্ড’ বৃষ্টি এবার! ঝোড়ো ব্যাটিংয়ে 'সেঞ্চুরি’ করে মুম্বইয়েও টেক্কা দিল তিলোত্তমা