For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সন্ত্রাসবাদের শিকড় লুকিয়ে রয়েছে পাকিস্তানেই! কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মোদীর

৯/১১-র ভয়াবহ হামলার কথা স্মরণ করতে গিয়ে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, সন্ত্রাসবাদ গোটা বিশ্বের কাছই হুমকি।

  • |
Google Oneindia Bengali News

৯/১১-র ভয়াবহ হামলার কথা স্মরণ করতে গিয়ে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, সন্ত্রাসবাদ গোটা বিশ্বের কাছেই বড় হুমকি। তবে তার আদর্শের শিকড় ছড়িয়ে রয়েছে পাকিস্তানেই। আর সেই দেশ থেকেই তা বিকাশ লাভ করছে।

সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে আক্রমণ

সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে আক্রমণ

প্রধানমন্ত্রী মোদী বলেন, সন্ত্রাসবাদ এখন আদর্শে পরিণত হয়েছে। তার তা কোনও দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা এখন সারা বিশ্বের সমস্যা। বিশ্বের কাছেই হুমকির। যার শিকর ছড়িয়ে
রয়েছে প্রতিবেশী দেশে। সেখানেই তা বিকাশ লাভ করছে। উত্তর প্রদেশের মথুরায় 'স্বচ্ছতা হি সেবা' অনুষ্ঠানের ভাষণ দিচ্ছিলেন তিনি।

ভারতের কড়া অবস্থান

ভারতের কড়া অবস্থান

প্রধানমন্ত্রী বলেন, ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ আগেও নিয়েছে। ভবিষ্যতেও নেবে। তিনি সারা বিশ্বের কাছে আবেদন জানিয়ে বলেন, যারা জঙ্গিদের আশ্রয় কিংবা প্রশিক্ষণ
দিচ্ছে তাদের বিরুদ্ধে একসঙ্গে মোকাবিলা করতে হবে। আর ভারত সন্ত্রাসবাদের মোকাবিলা একাই করতে সক্ষম বলেও জানিয়েছেন তিনি।

গত সপ্তাহে ভারত পাকিস্তানে থাকা কয়েকজনকে জঙ্গি হিসেবে ঘোষণা করেছে। যাদের মধ্যে রয়েছে জইশ-ই মহম্মদের মাসুদ আজহার, লস্কর-ই-তৈবার হাফিজ সইদ, মুম্বই হামলার জাকিউর রহমান লকভি এবং
দাউদ ইব্রাহিম। ভারতের তরফ থেকে জঙ্গিদের নাম করে ঘোষণা করার ঘটনা এই প্রথম। দাউদকে বাদ দিয়ে বাকিরা অবশ্য আমেরিকার ঘোষিত জঙ্গিদের তালিকায় দীর্ঘদিন ধরেই রয়েছে।

 পাকিস্তানের পরিকল্পনা

পাকিস্তানের পরিকল্পনা

গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, পাকিস্তান গোপনে জৈশ প্রধান মাসুদ আজহারকে মুক্তি দিয়েছে। ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলার পরেই মাসুদ আজহারকে নিরাপত্তা মূলক
হেফাজতে নিয়েছিল পাকিস্তান।

সূত্রের খবর অনুযায়ী, ৩৭০ ধারা রদ করায় পাকিস্তান শিয়ালকোট-জম্মু ওবং রাজস্থান সেক্টরে বড় পদক্ষেপের পরিকল্পনা করছে। পাকিস্তান রাজস্থান সীমান্তে বড় সংখ্যায় সৈন্য সমাবেশ ঘটাচ্ছে বলেও
জানা গিয়েছে।

<strong>[মোদীনমিক্স আর নির্মলানমিক্সের তফাত করল কংগ্রেস! ওলা, উবার নিয়ে পাল্টা আক্রমণ]</strong>[মোদীনমিক্স আর নির্মলানমিক্সের তফাত করল কংগ্রেস! ওলা, উবার নিয়ে পাল্টা আক্রমণ]

[ মোহন ভগবতের কনভয়ে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু ৬ বছরের শিশুর][ মোহন ভগবতের কনভয়ে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু ৬ বছরের শিশুর]

English summary
Terrorism has become a “global threat” and this “ideology” is deeply rooted and flourishing in Pakistan, Prime Minister Narendra Modi said today, recalling the horrific 9/11 twin tower terror attack in the US.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X