For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বালাকোটের জঙ্গি শিবিরগুলি ফের সক্রিয়! সংসদে চাঞ্চল্যকর তথ্য মোদী সরকারের

পাকিস্তান অধিকতৃত বালাকোটে জঙ্গি শিবিরগুলি ফের সক্রিয় করা হয়েছে। বুধবার সংসদে এমনটাই জানিয়েছেন সরকার।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তান অধিকতৃত বালাকোটে জঙ্গি শিবিরগুলি ফের সক্রিয় করা হয়েছে। বুধবার সংসদে এমনটাই জানিয়েছেন সরকার। ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলার পরেই ভারতীয় বিমান বাহিনী বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক চালায়। সেখানকার জঙ্গি শিবিরগুলি ধ্বংস করে দেওয়ার দাবি করা হয়।

ফের সক্রিয় বালাকোটের জঙ্গি শিবির

ফের সক্রিয় বালাকোটের জঙ্গি শিবির

কংগ্রেসের আহমেদ প্যাটেলের প্রশ্নের উত্তরে জানানো হয়, স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বালাকোট সম্পর্কিত মিলেছে। সেখানে সীমান্তের ওপারে পাকিস্তান ভিত্তিক জৈশ-ই মহম্মদের শিবিরগুলি ফের সক্রিয় করা হয়েছে, কিংবা তার চেষ্টা চলছে। এর পিছনে সেখানকার সরকারের সাহায্য রয়েছে বলেও দাবি করা হয়েছে।

সীমান্ত রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা

সীমান্ত রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা

সংসদে সরকার জানিয়েছে, সীমান্ত রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনওভাবেই দেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব নষ্ট হতে দেওয়া যাবে না, মন্তব্য করা হয়েছে সরকারের তরফে।

সেপ্টেম্বরেই জানিয়েছিলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরেই জানিয়েছিলেন সেনাপ্রধান

গত সেপ্টেম্বরেরই সেনাপ্রধান বিপিন রাওয়াত জানিয়েছিলেন, বালাকোটের জঙ্গি শিবিরগুলি সক্রিয় করা হচ্ছে। চেন্নাইয়ে তিনি বলেছিলন ধ্বংস করে দেওয়া জঙ্গি শিবিরগুলি সক্রিয় করেছে পাকিস্তান। সেনাপ্রধান আরও বলেছিলেন ভারতে অনুপ্রবেশের জন্য সেখানে প্রায় ৫০০ জন অপেক্ষা করছে।

 বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক

বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক

১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ-এর ওপর হামলায় চালায় জঙ্গিরা। এরপর ২৭ ফেব্রুয়ারি বালাকোটে হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী।

English summary
Terror camps in Pakistan's Balakot are being reactivated Govt tells in Parliament. Govt also told that, India is committed to take all necesary measures to protect borders of the country.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X