For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উরির সেনা দফতরে আত্মঘাতী হামলায় মৃত ১৭ জওয়ান, সেনার গুলিতে হত ৪ জঙ্গিও

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

শ্রীনগর, ১৮ সেপ্টেম্বর : ফের জঙ্গি নিশানায় ভারতীয় সেনা। রবিবার ভোররাতে জম্মু ও কাশ্মীরের উড়িতে সেনাবাহিনীর প্রশাসনিক দফতরে কমপক্ষে চার সন্ত্রাসবাদী হামলা চালায়। এই ঘটনায় এখনও পর্যন্ত পাওয়া খবরে ১৭ জন জওয়ানের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সেনার গুলিতে চার সন্ত্রাসবাদীরই মৃত্যু হয়েছে বলে সেনার তরফে জানানো হয়েছে। [১৯৯৪ সালে সাংবাদিক সেজে ভারতে আসা যুবকই আজকের মাসুদ আজহার]

যে প্রশাসনিক দফরে হামলা চালানো হয়েছে সেই দফতরটি বারামুল্লায় শ্রীনগর-মুজাফ্ফরাবাদে অবস্থিত। আহতদের হেলিকপ্টারের সাহায্যে বেসক্যাম্প থেকে উড়িয়ে প্রায় ৭০ কিলোমিটার দূরে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ['পাঠানকোটের মতো আরও হামলা হবে', খোলাখুলি 'ওয়ার্নিং' পাক সন্ত্রাসবাদী হাফিজ সঈদের!]

পাঠানকোটের স্মৃতি উসকে উরির সেনা ছাউনিতে জঙ্গিহামলা, চলছে গুলির লড়াই

মনে করা হচ্ছে অভিযুক্ত চার জঙ্গি ফিদায়ী বা আত্মঘাতী হানার সৈনিক। ভোররাত ৪টে নাগাদ সেনা বাহিনীর প্রশাসনিক শিবিরে অনুপ্রবেশ করে।

সংবাদ চ্যানেলের রিপোর্টের ফুটেজে দেখা যায় ক্যাম্প চত্ত্বর থেকে ধোঁয়া বেরচ্ছে। এলাকায় বিস্ফোরণের তীব্র শব্দ শোনা যায় বলে টেলিভিশন সূত্রের খবর। এরপর ক্যাম্পের বেশ কিছু জায়গায় আগুন ধরে যায়। তবে দফতরে ঢোকা চার জঙ্গিরই মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেনা। [পাঠানকোট হামলা : এই প্রমাণগুলি বলছে হামলাকারীরা পাকিস্তানিই]

এই ঘটনা জানতে পেরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং নিজের রাশিয়া ও মার্কিন সফর বাতিল করে দিয়েছেন। আজকেই সফর শুরু করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর। টুইট করে রাজনাথ সিং জানিয়েছেন, উড়িতে জঙ্গিহানা নিয়ে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী আমাকে অবগত করেছেন। [ জঙ্গি বুরহান নয় ইনি বিএসএফ নাবিল, খবরের শিরোনামে এখন কাশ্মীরের 'দেশপ্রেমিক' ওয়ানি!]

উল্লেখ্য, গত জানুয়ারি মাসে পাঞ্জাবের পাঠানকোটে এই একইভাবে বায়ুসেনা শিবিরে ঢুকে গুলি চালাতে শুরু করে ৬ আততায়ী। টানা ৩ দিনের অপারেশনে এলাকা জঙ্গিমুক্ত হলেও সাত সেনা জওয়ানের জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়।

English summary
Terror Attack At Army Base In Jammu And Kashmir's Uri, 21 soldiers Dead
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X