For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের পাঞ্জাবের গুরুদাসপুরে চালককে মেরে গাড়ি ছিনতাই, জারি লাল সতর্কতা

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

গুরুদাসপুর, ১৫ মে : পাঞ্জাবের পাঠানকোট জঙ্গি হামলার স্মৃতি উসকে ফের একবার গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটল পাঞ্জাবের গুরুদাসপুরে। ঠিক এইভাবে এই বছরের শুরুতে গাড়ি ছিনতাই করে হামলা চালানো হয় বায়ুসেনা ঘাঁটিতে।

পাঠানকোটে আত্মঘাতী পাক জঙ্গি হানার খুঁটিনাটি জেনে নিন

এই বছরের শুরুতেই গুরুদাসপুরের এসপি সলবিন্দর সিংয়ের গাড়ি ছিনতাই করে বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায় পাকিস্তান থেকে আসা জঈশ-ই-মহম্মদ গোষ্ঠীর জঙ্গিরা। সেইভাবেই অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি শনিবার রাতে গুরুদাসপুরেই একটি গাড়ি ছিনতাই করেছে। ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালকও।

ফের পাঞ্জাবের গুরুদাসপুরে চালককে মেরে গাড়ি ছিনতাই

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে মোট ৪ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি গাড়ি ছিনতাই করে। ঘটনাটি ঘটার কিছুঘণ্টা পরে পুলিশে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে এলাকায় তল্লাশি চালাতে থাকে পুলিশ ও সেনাবাহিনী। পরে একটি ফাঁকা এলাকায় গাড়িটি উদ্ধার করা হয়।

পাঠানকোট হামলা : এই প্রমাণগুলি বলছে হামলাকারীরা পাকিস্তানিই

যদিও ঘটনার পরে নড়েচড়ে বসেছে প্রশাসন। ঘটনায় জারি হয়েছে লাল সতর্কতা। এটি সামান্য ছিনতাইয়ের ঘটনা নাকি এর পিছনে বড় কোনও ষড়যন্ত্র কাজ করছে তা খুঁজে বের করার চেষ্ট করা হচ্ছে। কারণ ঠিক একই কায়দায় পাক জঙ্গিরা গাড়ি ছিনতাই করে পরে বায়ুয়েনা ঘাঁটিতে গত ২ জানুয়ারিতে হামলা চালায়।

পাঠানকোটের অপহৃত এসপি মহিলা সহকর্মীকে যৌন হেনস্থায় অভিযুক্ত!

প্রসঙ্গত, পাঠানকোটের বায়ুসেনা ঘাঁটি থেকে গুরুদাসপুরের দূরত্ব মাত্র ৪০ কিলোমিটার। আর গুরুদাসপুর থেকে ভারত-পাক সীমান্তের দূরত্ব মাত্র ৩৭ কিলোমিটার। ফলে বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছে প্রশাসন।

English summary
Terror alert in Pathankot after thieves run away with car in Gurdaspur, Punjab
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X