For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক নজরে 'ঝোড়ো' পরিভাষা

  • By Ananya
  • |
Google Oneindia Bengali News

ঝড়
কাকে বলে নিম্নচাপ? ঘূর্ণিঝড়ই বা কী? তীব্র ঘূর্ণিঝড় কাকে বলে? আসুন, দেখে নেওয়া যাক এক নজরে।

  • নিম্নচাপ (ডিপ্রেশন): বায়ুমণ্ডলে আলোড়ন তৈরি হয়। বাতাসের গতি থাকে ঘণ্টায় সর্বোচ্চ ৩১-৬১ কিলোমিটার। যদি এই সর্বোচ্চ বেগ ঘণ্টায় ৫২-৬১ কিলোমিটারে ঘোরাফেরা করে, তা হলে নিম্নচাপটি পরিণত হয় গভীর নিম্নচাপে (ডিপ ডিপ্রেশন)।
  • ঘূর্ণিঝড় (সাইক্লোনিক স্টর্ম): বাতাসের গড় গতি ঘণ্টায় সর্বোচ্চ ৬২-৮৮ কিলোমিটার হয়।
  • তীব্র ঘূর্ণিঝড় (সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম): বাতাসের গড় গতি ঘণ্টায় সর্বোচ্চ ৮৯-১১০ কিলোমিটার হয়।
  • অতীব তীব্র ঘূর্ণিঝড় (ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম): বাতাসের গড় গতি ঘণ্টায় সর্বোচ্চ ১১৯-২২১ কিলোমিটার হয়।
  • প্রলয় ঘূর্ণিঝড় (সুপার সাইক্লোনিক স্টর্ম): বাতাসের গড় গতি থাকে ঘণ্টায় সর্বোচ্চ ২২২ কিলোমিটার বা তার বেশি।

আরব সাগর ও বঙ্গোপসাগরে যে ঝড়গুলি তৈরি হয়, তার নাম ঠিক করে সংলগ্ন দেশগুলি। পালা করে। যেমন, 'হুদহুদ' ঝড়টির নাম ঠিক করেছে ওমান। ওমানের একটি পাখির নাম হল 'হুদহুদ'।

English summary
Terminology regarding cyclonic storm
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X