For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটকে বিধায়ক 'বাঁচানোর' লড়াইয়ে কং-জেডিএস! 'শিকারী' বিজেপিকে এড়াতে উদ্যোগ দুই দলের

কর্ণাটকে বিধায়ক 'বাঁচানোর' লড়াইয়ে কং-জেডিএস! 'শিকারী' বিজেপিকে এড়াতে উদ্যোগ দুই দলের

  • |
Google Oneindia Bengali News

কর্ণাটক নির্বাচনে একের পর ঘটনা ঘিরে ক্রমেই চড়েছে রাজনৈতিক উত্তেজনার পারদ। ফলাফল ঘোষণার রাত পার হতেই, বুধবার সকাল থেকেই সেখানে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে । শেষ মুহুর্তের রুদ্ধশ্বাস রাজনৈতিক অঙ্কের লড়াইয়ে এই মুহুর্তে বিধায়কদের সংখ্যা্ 'বাঁচানোর' চেষ্টায় মরিয়া লড়াই চালাচ্ছে জেডিএস ও কংগ্রেস। তাদের অভিযোগ বিজেপি, বাকি দলগুলির বিধায়কদের কার্যত 'শিকার' করছে।

কর্ণাটকে বিধায়ক বাঁচানোর লড়াইয়ে কং-জেডিএস! শিকারী বিজেপিকে এড়াতে উদ্যোগ দুই দলের

এদিন, বিজেপির বিরুদ্ধে ১০০ কোটি টাকা দিয়ে বিধায়ক 'কেনার' গুরুতর অভিযোগ এনেছে জেডিএস। এদিকে, ক্রমাগত জেডিএস বিধায়কদের কাছে ফোন কল আসতে শুরু করেছে বিজেপি তরফে। এমনই দাবি সূত্রের। নিজে ঘর গোছাতে, সম্ভবত কোনও রিসর্টে বিধায়কদের নিয়ে যাওয়ার কথা ভাবছে জেডিএস। ঠিক যেমনটা হয়েছিল তামিলনাড়ুতে শশীকলার ক্ষেত্রে। এখানেও সমস্ত বিধায়কদেরএকটি রিসর্টে রেখে তারপর আস্থা ভোটের দিকে এগোনোর কথা ভাবছে জেডিএস।

কর্ণাটকে বিধায়ক বাঁচানোর লড়াইয়ে কং-জেডিএস! শিকারী বিজেপিকে এড়াতে উদ্যোগ দুই দলের

[আরও পড়ুন:দলে টানতে জেডিএস বিধায়কদের ১০০ কোটি টাকার 'অফার' বিজেপি-র! উঠল চাঞ্চল্যকর অভিযোগ][আরও পড়ুন:দলে টানতে জেডিএস বিধায়কদের ১০০ কোটি টাকার 'অফার' বিজেপি-র! উঠল চাঞ্চল্যকর অভিযোগ]

এদিকে, দলের বৈঠকে ২ বিধায়কের নিখোঁজ থাকার ঘটনার বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। শুধু বৈঠকে অনুপস্থিতি নয়, দুই জেডিএস বিধায়ক রাজা ভেঙ্কটাপ্পা নায়ক এবং ভেঙ্কট রাও নাডাগৌড়াকে খুঁজেই পাওয়া যাচ্ছে না বলে জানা গিয়েছে। এছাড়াও কংগ্রেস বিধায়কদের কাছেও বিডেপি-রতরফের ফোন কল আসছে বলে জানা যাচ্ছে।

এদিকে, রাজ্যপালের কাছে যাওয়া বিজেপি প্রতিনিধি দলের মধ্যে কর্ণাটক প্রজ্ঞনিবন্তা জনতা পার্টির এক বিধায়ককে দেখা যায়। যা নিয়ে রাজনৈতিক চাঞ্চল্য তুঙ্গে।

মরিয়া লড়াইয়ে নিজের দূর্গ বাঁচাতে ব্যস্ত কংগ্রেসও। সূত্রের খবর, কর্ণাটকের গুলবর্গার ৪ জন বিধায়ককে ঘরে রাখতে চরম উদ্যোগ নিয়েছে রাহুল শিবির। গুলবর্গাতে বিমান পাঠিয়ে ওই ৪ বিধায়ককে বেঙ্গালুরুতে নিয়ে আসার উদ্য়োগ নিয়েছে কংগ্রেস। শোনা যাচ্ছে ওই কংগ্রেস নেতারা বিজেপি-তে যোগ দেওয়ার কথা ভাবছেন।

English summary
Tension arise for Missing MLAs in Karnataka, may head towards 'Resort Politics'.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X