For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লি থেকে পৌঁছল অস্থায়ী রামমন্দির, দেশ জুড়ে করোনা সংক্রমণের মধ্যে অযোধ্যায় পুজোর তোড়জোড়

রামমন্দিরের একটি প্রতিকৃতি এদিন পৌঁছে গেল অযোধ্যায়। যা বুলেটপ্রুফ ফাইবারের তৈরি। দিল্লি থেকে এটিকে অযোধ্যায় নিয়ে যাওয়া হয়েছে। মন্দিরে নানা সুবিধা রাখা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

রামমন্দিরের একটি প্রতিকৃতি এদিন পৌঁছে গেল অযোধ্যায়। যা বুলেটপ্রুফ ফাইবারের তৈরি। দিল্লি থেকে এটিকে অযোধ্যায় নিয়ে যাওয়া হয়েছে। মন্দিরে নানা সুবিধা রাখা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, রামমন্দিরে দুটি বাতানুকুল যন্ত্র বসানো হয়েছে, গরম থেকে রক্ষা করার জন্য।

দিল্লি থেকে পৌঁছল অস্থায়ী রামমন্দির, দেশ জুড়ে করোনা সংক্রমণের মধ্যে অযোধ্যায় পুজোর তোড়জোড়

সূত্রের খবর অনুযায়ী মন্দিরের প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাবে ২৪ মার্চ নাগাদ। এরপর রামলালার মূর্তি বসানো হবে ২৫ মার্চ। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভগবান রামের উদ্দেশে প্রথম আরতি করবেন।

মন্দির বুলেট প্রুফ, ওয়াটার প্রুফ এবং ফায়ার প্রুফ। ১৯৯২ সালের পর প্রথমবার, যখন রামলালাকে অস্থায়ী তাবু থেকে মন্দিরে স্থানান্তরিত করা হবে।

প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র বলেছেন, রামলালা তাঁবুতে রয়েছেন গত ২৭ বছর ধরে। এখন নতুন মন্দির পৌঁছেছে। রামলালাকে যত দ্রুত সম্ভব সেখানে সরিয়ে নিয়ে যাওয়া হবে।

English summary
Temporary Ram Temple made of bullet proof fibre reaches Ayodhya on Sunday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X