For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উন্নাওয়ের নির্যাতিতার জবানবন্দি নিতে এইমসেই বসল আদালত

এখনও সুস্থ হয়ে উঠতে পারেননি উন্নাও ধর্ষণকাণ্ডের নির্যাতিতা তরুণী। এইমসে ভর্তি রয়েছেন তিনি। সেখানেই চিকি‌ৎসা চলছে নির্যাতিতা এবং তাঁর আইনজীবীর।

Google Oneindia Bengali News

এখনও সুস্থ হয়ে উঠতে পারেননি উন্নাও ধর্ষণকাণ্ডের নির্যাতিতা তরুণী। এইমসে ভর্তি রয়েছেন তিনি। সেখানেই চিকি‌ৎসা চলছে নির্যাতিতা এবং তাঁর আইনজীবীর। আদালতে যাওয়ার ক্ষমতা নেই তাই আদালতই এলো নির্যাতিতার কাছে। এইমসেই সাময়িকভাবে বসানো হয়েছে আদালত। সেখানেই বিচারকের সামনে নিজের জবানবন্দি দেবেন উন্নাওয়ের নির্যাতিতা।

উন্নাওয়ের নির্যাতিতার জবানবন্দি নিতে এইমসেই বসল আদালত

গত জুলাই মাসে রায়বরেলি যাওয়ার পথে দুর্ঘটনা গ্রস্ত হয়েছিল নির্যাতিতার গাড়ি। তাতে তাঁর আইনজীবী এবং তিন কাকীমা ছিলেন। তিন কাকীমার মৃত্যু হলেও বরাত জোরে বেঁচে যান নির্যাতিতা ও তাঁর আইনজীবী। কিন্তু কোমায় চলে গিয়েছিলে নির্যাতিতা। শেষে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে নির্যাতাতাকে দিল্লিতে এনে চিকিৎসা করানোর বন্দোবস্ত করা হয়। তাঁর আইনজীবীকেও সেখােন নিয়ে আসা হয় প্রধানবিচারপতির নির্দেশেই। এমনকী উন্নাও ধর্ষণকাণ্ডের সব মামলা দিল্লিতে সরিয়ে আনার নির্দেশ দেন প্রধানবিচারপতি।

নির্যাতিতার পরিবারের লোকের অভিযোগ ছিল এই দুর্ঘটনার জন্য দায়ী ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত বিজেপি নেতা কূলদীপ সিং সেনগর। জেল থেকে তার নির্দেশেই এই দুর্ঘটনা ঘটানো হয়েছে। এর আগেও একাধিকবার সেনগার লোক পাঠিয়ে নির্যাতিতা এবং তাঁর পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি দিয়েছিল বলে সুপ্রিম কোর্টকে জানায় নির্যাতিতার পরিবার। তাতে উত্তর প্রদেশ পুলিস ও সিবিআইয়ের তদন্তকারীদের তীব্র ভর্ৎসনা করে অবিলম্বে মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি। তারপরেই এই তৎপরতা বলে মনে করা হচ্ছে।

English summary
Temporary court has been set up in AIIMS for Unnao rape survivor
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X