For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জেতাবেন দেবীই! বিজেপি শাসিত রাজ্যে নির্দিষ্ট মন্দির শরণে মুখ্যমন্ত্রী-সহ অন্যরা

সব বিতর্কের মধ্যে একই মন্দিরে দেখা যাচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষদের। বুদনি কেন্দ্রের সলকানপুরে রয়েছে মন্দিরটি। বিজসন মাতার মন্দির। দুর্গার মন্দির সেটি।

  • |
Google Oneindia Bengali News

দিন চারেক পরেই মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। উচ্চগ্রামে চলছে নির্বাচনী প্রচার। দুই প্রধান প্রতিপক্ষ কংগ্রেস ও বিজেপি একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে। যদিও সব বিতর্কের মধ্যে একই মন্দিরে দেখা যাচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষদের। বুদনি কেন্দ্রের সলকানপুরে রয়েছে মন্দিরটি। বিজসন মাতার মন্দির। দুর্গার মন্দির সেটি।

জেতাবেন দেবীই! বিজেপি শাসিত রাজ্যে নির্দিষ্ট মন্দির শরণে মুখ্যমন্ত্রী-সহ অন্যরা

নির্বাচনে জিত কোন দল না চায়। আরও সংক্ষিপ্ত করে বলতে গেলে কোন প্রার্থীরা না চান। ফলে সবাই ছুঠছেন মন্দির-মসজিদ, গির্জায়। মধ্যপ্রদেশের সলকানপুরে এক মন্দিরে গেলে নাকি প্রার্থীর জয় নিশ্চিত। ফলে ওই দেবতার কাছে প্রার্থনাও বাকি রাখছেন না কেউই।

বুদনি কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাঁর কেন্দ্রেই রয়েছে বিজসন মাতার মন্দির। আদতে দুর্গার মন্দির। নিজের কেন্দ্রে বারবার মুখ্যমন্ত্রীর পরিদর্শনের ফলে মন্দিরের আকর্ষণও বেড়েছে।

অন্যদিকে, মুখ্যমন্ত্রীর বিশ্বাসে, মন্দিরের প্রতি বিশ্বাস বেড়েছে অন্য প্রার্থীদেরও। তাঁরা যাচ্ছেন, জয়ের জন্যয় প্রার্থনাও করছেন।

কথিত আছে, প্রার্থনা করলে শত্রুদের ধ্বংস করেন দেবী। এছাড়াও ক্ষমতার জন্য প্রার্থনা করলেও, দেবী তা মঞ্জুর করেন বলে বিশ্বাস অনেকেরই কাছে।

২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় নির্বাচন ২৮ নভেম্বর। ভোটগণনা ১১ ডিসেম্বর।

English summary
A temple that blesses poll candidates with a win in Madhya Pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X