ফের পারদ চড়বে ৫০ ডিগ্রির কাছাকাছি, শুক্রবার থেকে হাওয়া বদলের শঙ্কার খবর শোনাল হাওয়া অফিস
মেঘলা আকাশ। বিকেল হলেই ঝড়-বৃষ্টি। এক ধাক্কায় ২-৩ ডিগ্রি নেমে গিয়েছে তাপমাত্রার পারদ। এমন মনোরম আবহাওয়া। কিন্তু কোনও বেশিদিন এই আরাপ থাকবে না ফের চড়বে তাপমাত্রার পারদ। এমনই দুঃসংবাদ জানিয়েছে আবহাওয়া দফতর। মে মাসে তাপমাত্রার পারদ ৪৬-৪৭ ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে পারদ। কাজেই এখন মনোরকম আবহাওয়া থাকলেও সেই আবহাওয়া খুব বেশিদিন ভাল থাকবে না। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

কোথায় কোথায় তাপ প্রবাহের পূর্বাভাস
মনোরকম আবহাওয়া রয়েছে উত্তর-পশ্চিম ভারতের অধিকাংশ রাজ্যে। কিন্তু এই সুখ বেশিদিন নেই। ফের তাপমাত্রার পারদ চড়বে। এবং সেটা একেবারে ৫০ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে। এমনই শঙ্কার কথা শুনিয়েছে
আবহাওয়া দফতর। তাপমাত্রার পারদ ৪৬-৪৭ ডিগ্রি পৌঁছে যাবে একাধিক জায়গায়। আগামী শুক্রবার থেকে তাপমাত্রার পারদ ফের চড়তে শুরু করবে। রাজস্থান এবং মহারাষ্ট্রে ফের তাপ প্রবাহ শুরু হবে বলে সতর্ক করা হয়েছে।

উত্তর-মধ্য এবং পূর্ব ভারতে কেমন থাকবে আবহাওয়া
রাজস্থান এবং মহারাষ্ট্রে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হলেও তাপমাত্রার পারদ কিন্তু উত্তর-মধ্য এবং পূর্ব ভারতে তেমন চড়বে না। গত কয়েকদিনে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা সহ একাধিক রাজ্যের তাপমাত্রা হু হু করে বাড়তে শুরু করেছিল। এক ধাক্কায় প্রায় ৫০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছিল তাপমাত্রার পারদ। তাপ প্রবাহের কারণে তাপমাত্রা অনেকটাই বেড়েছিল। কিন্তু গত কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ অনেকটাই নেমেছে। ১২২ বছরে ঊষ্ণতম এপ্রিল দেখেছে এই রাজ্যগুলি। কিন্তু আপাতত এই সব এলাকায় তাপপ্রবাগের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে।

ঝোড়ো হাওয়া বইবে পাঞ্জাব-হরিয়ানা-উত্তরপ্রদেশে
একদিকে যখন তাপমাত্রা বাড়ার খবর জানিয়েছে হাওয়া অফিস অন্যদিকে আবার পাঞ্জাব-হরিয়ানা- উত্তর প্রদেশে আগামী ২ দিন তাপমাত্রার পারদ না চড়লেও ঝোড়ো হাওয়া বইবে। ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। পাঞ্জাব-উত্তর প্রদেশে একাধিক জায়গায় এই ঝোড়ো হাওয়া বইতে দেখা যাবে। ৬ মে থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে দেখা যাবে এই সব জায়গায়।

ফের ৪০ ডিগ্রি চড়বে তাপমাত্রা
ফের তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি পৌঁছে যাবে এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে। ফের রাজধানী দিল্লিতে পারদ চড়ার শঙ্কার কথা শুনিেয়ছে হাওয়া অফিস। কয়েকদিন আগেই দিল্লিতে তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রি পার করে গিয়েছিল। সেটা অনেকটাই কমেছে গত ২-৩ দিনে। হাল্কা ঝড় বৃষ্টিও হয়েছে সেখানে। ৬ তারিখ থেকে ফের হাওয়া বদল হতে শুরু করবে। তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে। এখনও তাপ প্রবাহের সতর্কতা জারি না করা হলেও তাপমাত্রা যে বাড়বে অর্থাৎ গরম যে বাড়বে তাতে কোনও সন্দেহ নেই।

Weather update: সকাল থেকেই মনোরম আবহাওয়া, আজও ঝড়-বৃষ্টির পূর্বাভাস, বইবে ঝোড়ো হাওয়া