For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Weather in Mumbai: ডিসেম্বরে মুম্বইয়ের তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছে! কেন এই অবস্থা, কী বলছেন আবহাওয়াবিদরা

হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থানের কোনও কোনও জায়গায় যেখানে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি সেখানে মুম্বইয়ে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছে। তাপমাত্রা বৃদ্ধির বিষয়টি মুম্বইবাসীদের বিভ্রান্ত করে তুলে

  • |
Google Oneindia Bengali News

হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থানের কোনও কোনও জায়গায় যেখানে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি সেখানে মুম্বইয়ে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছে। তাপমাত্রা বৃদ্ধির বিষয়টি মুম্বইবাসীদের বিভ্রান্ত করে তুলেছে। এটা শীতকাল না গ্রীষ্মকাল, তাই বুঝে উঠতে পারছেন না মুম্বইবাসীরা।

মুম্বইয়ের তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছে

মুম্বইয়ের তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছে

শুক্রবার মুম্বইয়ের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিস ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। তবে শীতে এই তাপমাত্রা আকষ্মিক কিছু নয়, বলছেন আবহাওয়াবিদরা। বৃহস্পতিবার এই তাপমাত্রা ছিল ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল মহারাষ্ট্রের মধ্যে সব থেকে বেশি। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও বেড়েছে মুম্বইতে। তবে উল্লেখ করা প্রয়োজন শুক্রবারের আগের চার দিন পারদ কিছুটা নিম্নগামী ছিল। শুক্রবার থেকেই এই তাপমাত্রা তুলনায় বেশি বেড়েছে।

মহারাষ্ট্র জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির ওপরে

মহারাষ্ট্র জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির ওপরে

বে শুধু আরব সাগরের তীরে মুম্বইতেই নয়, রাজ্যের অন্য শহরগুলির তাপমাত্রাও খুব একটা পিছিয়ে নেই। প্রায় সব জায়গার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। রত্নাগিরির তাপমাত্রা ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস, পুনেতে ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস, ডাহানুতে ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার মুম্বইয়ের সান্তাক্রুজে শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস কোলাবা অবজারভেটরিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।

গভীর নিম্নচাপের প্রভাবে বাতাসের দিক পরিবর্তন

গভীর নিম্নচাপের প্রভাবে বাতাসের দিক পরিবর্তন

আবহাওয়া দফতর জানিয়েছে পশ্চিম-মধ্য আরব সাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। যা ক্রমশ পশ্চিম-দক্ষিণ-পশ্চিম দিকে ঘন্টায় ১৫ কিমি বেগে অগ্রসর হচ্ছে। মৎস্যজীবীদের সতর্ক করে বলা হয়েছে, ১৮ ডিসেম্বর পর্যন্ত পশ্চিম-মধ্য এবং দক্ষিণ-পশ্চিম আরব সাগরে না যেতে।
এই গভীর নিম্নচাপের কারণেই বাতাসের দিক পরিবর্তিত হয়েছে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আগামী কয়েকদিন একই পরিস্থিতি বজায় থাকতে পারে।

আবহাওয়া বিশেষজ্ঞরা কী বলছেন

মুম্বই শহরে তাপমাত্রা বৃদ্ধি নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ বলছেন অক্টোবরের গরম চলে এসেছে ডিসেম্বরে। কেউ কেউ প্রশ্ন তুলছেন কেন শীতে গ্রীষ্মকালের মতো গরম? তবে এর উত্তর দিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তারা বলছেন, ২০০০ থেকে ২০২০ সালের মধ্যে দক্ষিণ মুম্বইতে ভূপৃষ্ঠের তাপমাত্রা গড়ে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াসের মতো বেড়েছে। সমীক্ষায় দেখা গিয়েছে, গত ২০ বছরে মুম্বইয়ের সর্বনিম্ন তাপমাত্রার গড় ২৭.১ ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি পেয়ে ৩২.২ ডিগ্রি সেলসিয়াস হয়ে গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, একের পর এক বহুতল তৈরি হওয়া অন্যদিকে গাছ ও জল কমে যাওয়ায় এই পরিস্থিতি।

Earthquake in USA: পশ্চিম টেক্সাসে ভয়াবহ ভূমিকম্প! সব থেকে শক্তিশালী কম্পনের একটিতে আতঙ্কিত বাসিন্দারা রাস্তায়Earthquake in USA: পশ্চিম টেক্সাসে ভয়াবহ ভূমিকম্প! সব থেকে শক্তিশালী কম্পনের একটিতে আতঙ্কিত বাসিন্দারা রাস্তায়

English summary
Temperature of Mumbai in December is close to 40 degrees, Why is this situation, what do meteorologists say?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X