For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আবার ভাঙছে এনডিএ, শিবসেনার পর বিজেপির সঙ্গ ছাড়ছে কারা! জানেন কি

বাজেট নিয়ে অখুশি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী অমরাবতীতে মন্ত্রিসভার বৈঠক করে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে ঘুরে এলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এম চন্দ্রবাবু নাইড়ু। সেখানে মন খুলে মোদী সরকারের প্রশংসা করেছেন তিনি। তবে দিন কতক যেতে না যেতেই বাজেট পেশের পরই বেঁকে বসলেন চন্দ্রবাবু।

আবার ভাঙছে এনডিএ, শিবসেনার দল বিজেপির সঙ্গ ছাড়ছে কারা!

বাজেট নিয়ে অখুশি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী অমরাবতীতে মন্ত্রিসভার বৈঠক করে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। কড়া ভাষায় বিরোধিতা করেছেন। শুধু তাই নয়, এমনও ইঙ্গিত দিয়েছেন তাতে জোট থেকেও দল বেরিয়ে আসতে পারে।

দলীয় সূত্রে খবর, আগামী রবিবার অথবা সামনের সপ্তাহে দল এনডিএ জোটে থাকবে কিনা তা নিয়ে বিশেষ রিভিউ বৈঠক করবেন তিনি।

শিবসেনার পর বিজেপির সঙ্গ ছাড়ছে কারা!

টিডিপি ও বিজেপি ২০১৪ সালে জোট বেঁধে নির্বাচনে জিতেছে। তবে টিডিপি মনে করছে, রাজ্য ভাগ হওয়ার পরে রাজস্ব ক্ষতি হচ্ছে। যা দেখেও দেখছে না কেন্দ্র। এছাড়া নতুন রাজ্য অমরাবতী গড়ে তুলতেও পর্যাপ্ত টাকা দিচ্ছে না।

এর আগে মহারাষ্ট্র সরকারে ও কেন্দ্রে এনডিএ তথা বিজেপির শরিক শিবসেনা একাধিক অভিযোগ তুলে জোট ছেড়ে বেরিয়ে গিয়েছে। সামনের লোকসভা ভোটের আগে অন্যতম বড় সঙ্গী টিডিপি-ও যদি ভোট ভেঙে বেরিয়ে আসে তাহলে আগামী লোকসভা ভোটের আগে বিজেপি বড় ধাক্কা খাবে সন্দেহ নেই।

English summary
Telugu Desham Party may break alliance with BJP, hints M Chandrababu Naidu
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X