For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা মোকাবিলায় মোদী দাঁড়িয়েছেন বাংলার পাশে! বঞ্চনার অভিযোগে ফুঁসে উঠলেন তেলেঙ্গানার মন্ত্রী

করোনা ভাইরাস মোকাবিলা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে চড়া আক্রমণ তেলেঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী ইটালা রাজেন্দ্রর। তিনি এদিন বলেছেন, কেন্দ্রের কাছে তারা ১০০০ ভেন্টিলেটরের জন্য আবেদন করেছিলেন।

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাস মোকাবিলা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে চড়া আক্রমণ তেলেঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী ইটালা রাজেন্দ্রর। তিনি এদিন বলেছেন, কেন্দ্রের কাছে তারা ১০০০ ভেন্টিলেটরের জন্য আবেদন করেছিলেন। কিন্তু তার মধ্যে কেবলমাত্র ৫০ টি পাঠানো হয়েছে। তিনি বিষয়টি নিয়ে বাংলার সঙ্গে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন।

টাকার প্রয়োজনে সহায় তিনি! 'গোষ্ঠীদ্বন্দ্ব' বন্ধ করতে হুঁশিয়ারি অনুব্রতরটাকার প্রয়োজনে সহায় তিনি! 'গোষ্ঠীদ্বন্দ্ব' বন্ধ করতে হুঁশিয়ারি অনুব্রতর

ভেন্টিলেটর নিয়ে বাংলার সঙ্গে পক্ষপাতিত্বের অভিযোগ

ভেন্টিলেটর নিয়ে বাংলার সঙ্গে পক্ষপাতিত্বের অভিযোগ

তেলেঙ্গানার স্বাস্থ্যমন্ত্রীর আরও অভিযোগ, যেসব ভেন্টিলেটর তাদের রাজ্যের জন্য অর্ডার দেওয়া হয়েছিল, সেগুলি আইসিএমআর প্রধানমন্ত্রীর নির্দেশে কলকাতায় পাঠিয়ে দিয়েছে।

আইসিএমআর-এর গাইডলাইন পরিবর্তন নিয়ে আক্রমণ

আইসিএমআর-এর গাইডলাইন পরিবর্তন নিয়ে আক্রমণ

তেলেঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী এদিন কেন্দ্রকে আইসিএমআর-এর গাইডলাইন বারেবারে পরিবর্তন করা নিয়ে আক্রমণ করেছেন। কেন্দ্রের বিরুদ্ধে সুবিধা এবং আর্থিক সাহায্য না দেওয়ার অভিযোগও তিনি করেছেন। তবে তাদের সরকার তা ম্যানেজ করে নিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

কেন্দ্রের কাছে তেলেঙ্গানা নিয়ে অভিযোগ

কেন্দ্রের কাছে তেলেঙ্গানা নিয়ে অভিযোগ

মন্ত্রী আরও বলেছেন রাজ্যের বিজেপি নেতারা দায়িত্বজ্ঞানহীন ভাবে কেন্দ্রের কাছে তেলেঙ্গানা সরকার নিয়ে অভিযোগ করছেন। এখনই এইসব বন্ধ করা উচিত বলে মনে করেন তিনি।

তেলেঙ্গানা নিয়ে মিথ্যা মন্তব্য

তেলেঙ্গানা নিয়ে মিথ্যা মন্তব্য

বিজেপির সভাপতি জেপি নাড্ডা তেলেঙ্গানা সরকারের বিরুদ্ধে মিথ্যা মন্তব্য করেছেন বলে অভিযোগ করেছেন তেলেঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী। প্রসঙ্গত জেপি নাড্ডা বলেছিলেন, তেলেঙ্গানা করোনা সংকট মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে। রাজ্য পর্যাপ্ত পরীক্ষা করছে না বলেও অভিযোগ করেছিলেন তিনি। এই মন্তব্যকে ধিক্কার জানিয়েছেন তিনি। এই ধরনের মন্তব্য জাতীয় নেতা নয়, রাস্তার নেতারা করেন বলেও মন্তব্য করেছেন তেলেঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী।

English summary
Telengana Health Minister alleges ventilators for them diverted to Kolkata on orders of PM
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X