For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুল গান্ধীর বিরুদ্ধে একাধিক অভিযোগ, দল ছাড়লেন তেলেঙ্গানা কংগ্রেসের প্রবীণ নেতা এমএ খান

রাহুল গান্ধীর বিরুদ্ধে একাধিক অভিযোগ, দল ছাড়লেন তেলেঙ্গানা কংগ্রেসের প্রবীণ নেতা এমএ খান

Google Oneindia Bengali News

ফের দল ছাড়লেন কংগ্রেসের আর এক প্রবীণ নেতা। এবার কংগ্রেস ছাড়লেন তেলেঙ্গানার প্রবীণ নেতা তথা রাজ্যসভার প্রাক্তন সদস্য এম এ খান। গুলাম নবী আজাদের মতো তিনিও দল ছাড়ার জন্য রাহুল গান্ধীকে দায়ী করেছেন। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, কংগ্রেস একটি জাতীয় দল হিসেবে সাধারণ মানুষের কাছে পৌঁছতে ব্যর্থ হয়েছেন। দল আগের মহিমা পুনরুদ্ধার করতে পারবে না বলেও তিনি জানিয়েছেন।

রাহুল গান্ধীর বিরুদ্ধে একাধিক অভিযোগ, দল ছাড়লেন তেলেঙ্গানা কংগ্রেসের প্রবীণ নেতা এমএ খান

রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ
তেলেঙ্গানার প্রবীণ নেতা দল ছাড়ার জন্য রাহুল গান্ধীকে দায়ী করেন। তিনি বলেন, 'রাহুল গান্ধী কংগ্রেসের সহ সভাপতি হওয়ার পর থেকে দলটি ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। রাহুল গান্ধীর নিজস্ব একটি ভাবনা রয়েছে। কিন্তু দুঃখের বিষয় যা ব্লকস্তর থেকে বুথস্তর কারও সঙ্গে মেলে না। পাশাপাশি তিনি দলে প্রবীণ নেতারা কোনও সম্মান পান না বলেও অভিযোগ করেছেন। পদত্যাগপত্রে তিনি বলেন, পণ্ডিত নেহরু বা ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর নেতৃত্বে দল যে নিষ্ঠার সঙ্গে দেশের সেবার প্রতিশ্রুতি নিয়েছিল, তা এখন আর নেই।' এই পরিস্থিতিতে দলে ছাড়তে তিনি বাধ্য হচ্ছেন। এর বাইরে তাঁর কাছে কোনও উপায় নেই। তিনি বলেন, ছাত্রবস্থা থেকে রাজনীতি ও কংগ্রেসের সঙ্গে যুক্ত। প্রায় চার দশক ধরে তিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত। তিনি দল ছাড়ার কথা কোনওদিন কল্পনা করেননি। এখন তিনি বাধ্য হয়ে দল ছাড়ছেন। তিনি লিখেছেন, 'জাতীয় কংগ্রেসের সদস্যপদ ত্যাগ করছি।'

দলের প্রবীণ নেতাদের কোনও সম্মান নেই
শুক্রবার কংগ্রেসের প্রবীণ নেতা গুলাম নবী আজাদ দল ছাড়েন। দল ছাড়ার জন্য তিনি রাহুল গান্ধীর বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন। সোনিয়া গান্ধীকে লেখা পাঁচ পাতার পদত্যাগপত্রে তিনি অভিযোগ করেন, দলের প্রবীণ নেতাদের কোনও সম্মান নেই। দলের অভ্যন্তরে দালালদের এখন বেশি সম্মান। তিনি অভিযোগ করেন, দলের সিদ্ধান্ত রাহুল গান্ধীর নিরাপত্তারক্ষীরা নেন। রাহুল গান্ধী কংগ্রেসে সক্রিয় হওয়ার পর থেকে দলের অবনতি হতে শুরু করেছে। তিনি অভিযোগ করেছেন, তার আগে কংগ্রেসে প্রবীণ নেতাদের পরামর্শ নেওয়া হতো। কিন্তু রাহুল গান্ধী রাজনীতিতে প্রবেশের পর থেকে, বিশেষ করে ২০১৩ সালে কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে দলের ধ্বংস শুরু হয়ে গিয়েছে। তিনি চিঠিতে অভিযোগ করেন, দলের প্রবীণ নেতাদের সরিয়ে দিয়ে তরুণ নেতাদের সামনের সারিতে আনা হয়। মূলত দালালি করেই এই তরুণ নেতারা কংগ্রেসের সামনের সারিতে চলে আসেন। সেই তরুণ কংগ্রেস নেতাদের যোগ্যতা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

দুর্বিষহ সময় ভুলে উঠে দাঁড়িয়েছে ভূজ, ভূমিকম্পের স্মৃতিসৌধ স্থাপন করলেন নরেন্দ্র মোদী দুর্বিষহ সময় ভুলে উঠে দাঁড়িয়েছে ভূজ, ভূমিকম্পের স্মৃতিসৌধ স্থাপন করলেন নরেন্দ্র মোদী

English summary
Telengana congress leader MA Khan quits party blame on Rahul Gandhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X