For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভা ভোটের আগে সম্ভব নয় তেলেঙ্গানা, ইঙ্গিত জয়রাম রমেশের

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

জয়রাম রমেশ
নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি: লোকসভা ভোটের আগে হয়তো গঠিত হবে না আলাদা তেলেঙ্গানা রাজ্য। একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে এমনই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ।

রবিবার রাতে তিনি বলেন, "তেলেঙ্গানা একটি সংবেদনশীল বিষয়। তাই এই বিল নিয়ে অবশ্যই সংসদে আলোচনা ও বিতর্ক হওয়া উচিত। সংসদে যখন পরিবেশ তপ্ত, তখন এই বিল জোর করে পেশ করা ঠিক হবে না।" তা হলে কী ভোটের আগে তেলেঙ্গানা হচ্ছে না? রমেশের কৌশলী উত্তর, "আগে তো বিল পাশ হবে, তার পর আলাদা রাজ্যের কথা উঠবে।"

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার এই বিল ঘিরে লোকসভায় বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। তেলেঙ্গানা-বিরোধী ১৭ জন সাংসদকে সাসপেন্ড করা হয়। সরকার মনে করেছিল, এর পর হয়তো তেলেঙ্গানা বিল পেশ ও পাশ করা সহজ হবে। কিন্তু এখন লোকসভায় অন্তত ৮ জন কট্টর তেলেঙ্গানা-বিরোধী সাংসদ রয়ে গিয়েছেন। এই তালিকায় আছেন মন্ত্রী কে এস রাও পর্যন্ত! ফলে আবার বিল পাশ করানোর চেষ্টা হলে এঁরা বাধা দেবেন, এটাই স্বাভাবিক।

প্রশ্ন হল, লোকসভা ভোটের আগে তেলেঙ্গানা রাজ্য গঠন না হলে কী হবে কংগ্রেসের? কারণ, তেলেঙ্গানা এলাকায় কংগ্রেসের গ্রহণযোগ্যতা বলে আর কিছু থাকবে না। এক্ষেত্রে কংগ্রেস নেতৃত্বের ভাবনা-চিন্তা হল, মানুষকে বোঝানো হবে, বিজেপি শেষ মুহূর্তে পাশ থেকে সরে যাওয়া বিলটি ঝুলে রইল। তাতে অবশ্য কতটা চিঁড়ে ভিজবে, তা নিয়ে সংশয়ে কংগ্রেসের একাংশই। ফলে গোটা অন্ধ্রেই বেকায়দায় পড়তে পারে কংগ্রেস।

English summary
Telengana before lok sabha vote may not possible, hints Jairam Ramesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X