For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অপেক্ষার অবসান, ঘরে ঘরে জিও ব্রডব্যান্ড পৌঁছে যাবে কাল থেকেই

আরে দেরি নেই এবার ঘরে ঘরে পৌঁছে যাবে জিও ব্রডব্যান্ড। জিও ফোনের পর রিলায়েন্সের বড় চমক এই জিও ব্রডব্যাড। ১৫ অগস্ট যাঁরা রেজিস্ট্রেশন করেছেন তাঁরা আগে সুযোগ পাবেন এই কানেকশনের।

Google Oneindia Bengali News

আরে দেরি নেই এবার ঘরে ঘরে পৌঁছে যাবে জিও ব্রডব্যান্ড। জিও ফোনের পর রিলায়েন্সের বড় চমক এই জিও ব্রডব্যাড। ১৫ অগস্ট যাঁরা রেজিস্ট্রেশন করেছেন তাঁরা আগে সুযোগ পাবেন এই কানেকশনের। এখনও পর্যন্ত পরীক্ষামূলক ভাবেই রয়েছে পরিষেবাটি।

অপেক্ষার অবসান, ঘরে ঘরে জিও ব্রডব্যান্ড পৌঁছে যাবে কাল থেকেই

১৫ অগাস্ট থেকে ১.৫ কোটি গ্রাহক রেজিস্ট্রেশন করেছেন। যদিও সংস্থার দাবি ১ বছরের মধ্যে ২ কোটি সংযোগ দেবে। তবে প্রাথমিক পর্যায়ে ৫ লাখ বাড়িতে এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে। এই পাঁচ লাখ বাড়িতে খুব শীঘ্রই একি সেট টপ বক্স দেওয়া হবে। যার মাধ্যমে একটি ব্রডব্যান্ড এবং একটি ফোনের কানেকশন দেওয়া হবে। এবার এক নজরে দেখে নেওয়া যাক কী কী প্ল্যান রয়েছে।

[আরও পড়ুন: বিক্ষোভের মুখে অবশেষে প্রত্যর্পণ বিল প্রত্যাহার হংকংয়ে][আরও পড়ুন: বিক্ষোভের মুখে অবশেষে প্রত্যর্পণ বিল প্রত্যাহার হংকংয়ে]

ব্রডব্যান্ড প্ল্যান শুরু হচ্ছে ৭০০ টাকা থেকে। প্রথম কানেকশনেই ফ্রি পরিষেবা পাবেন গ্রহকরা। এই সুবিধা ৯০ দিনের জন্য। এই ফ্রি পরিষেবার মেয়াদের মধ্যে গ্রাহক প্রতিদিন ৪০ জিবি করে ডেটা পাবেন। ৯০ দিন পর প্ল্যান অনুযায়ী পরিষেবা পাবেন গ্রহকরা। ৭০০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত প্ল্যান পাবেন গ্রাহকরা। প্ল্যানের টাকা যত বাড়বে তত ইন্টারনেটের স্পিড বাড়বে। রাউটারের জন্য একটি টাকা দিতে হবে সংস্থাকে। তবে সেই টাকা আর রিফান্ডেবল নয়।

 [আরও পড়ুন: গুরুগ্রামের দ্বিগুণ জরিমানা ওড়িশায়! জরিমানা দিতে না পেরে গাড়ি ছেড়ে গেল অটোচালক] [আরও পড়ুন: গুরুগ্রামের দ্বিগুণ জরিমানা ওড়িশায়! জরিমানা দিতে না পেরে গাড়ি ছেড়ে গেল অটোচালক]

English summary
Telecom operator Reliance Jio is all set to launch its broadband services from Thursday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X