For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তেলেঙ্গানা: ডিসেম্বরে নতুন দল ঘোষণা করবেন কিরণ কুমার রেড্ডি?

  • |
Google Oneindia Bengali News

kiran-kummar-reddy
হায়দরাবাদ, ১১ অক্টোবর: আলাদা তেলেঙ্গানা রাজ্য গঠনের বিরুদ্ধে তাঁর আপত্তি ধোপে টেকেনি | তাই এবার কংগ্রেস ছেড়ে আলাদা দল গড়তে চান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন কিরণকুমার রেড্ডি | সম্ভবত আগামী ডিসেম্বর মাসেই নতুন দলের নাম ঘোষণা করবেন তিনি |

তেলেঙ্গানা গঠনের বিরুদ্ধে প্রথম থেকেই সরব কিরণ রেড্ডি | কিন্তু তাঁকে দিল্লিতে ডেকে কার্যত ধমক দিয়েছিল কংগ্রেস হাই কমান্ড | বাধ্য করা হযেছিল দলের সিদ্ধান্ত মেনে নিতে | তারপর থেকে মিডিয়ার সামনে মুখ না খুললেও নিজের ঘনিষ্ঠ মহলে ক্ষোভ গোপন করেননি তিনি |

সম্প্রতি সীমান্ধ্র এলাকাতে লাগাতার অশান্তি নিয়ে একটি গোয়েন্দা রিপোর্ট জমা পড়েছে কেন্দ্রীয় সরকারের কাছে | সেই রিপোর্ট-এ বলা হয়েছে, কিরণকুমার রেড্ডির উস্কানিতে সীমান্ধ্রতে এত গন্ডগোল হচ্ছে | তিনি পেছন থেকে বিক্ষোভকারীদের মদত দিচ্ছেন | এই ঘটনার পর হাই কমান্ড-এর সঙ্গে তাঁর আরও দূরত্ব বেড়েছে | ফলে কংগ্রেস-এ সুবিধাজনক অবস্থাতে নেই বুঝতে পেরে আলাদা দল গঠনের তোড়জোড় শুরু করেছেন তিনি |

তা ছাড়া, রাজ্য কংগ্রেস-এর বহু নেতা এখন দল ছেড়ে তেলুগু দেশম পার্টি অথবা জগন রেড্ডির সঙ্গে যোগ দিতে চান | সেক্ষেত্রে রাজ্য রাজনীতিতে গুরুত্ব হারাবেন কিরণ রেড্ডি | কারণ কংগ্রেস হাই কমান্ড তাঁর পেছনে নেই | আবার চন্দ্রবাবু নাইডু বা জগন রেড্ডি যদি মাটি কেড়ে নেন, তাহলে দাঁড়ানোর জায়গা থাকবে না কিরণের | নতুন দল গড়লে তিনি বরং রাজনীতিতে সচল থাকবেন |

সীমান্ধ্র এলাকার যে মন্ত্রীরা তাঁর নতুন দলে যোগ দেবেন বলে শোনা যাচ্ছে, তাঁরা হলেন এস শৈলজানাথ, এরাসু প্রতাপ রেড্ডি, কে পার্থসারথি, পিটানি সত্যনারায়ন, গন্ত শ্রীনিবাস রাও, কাসু ভেঙ্কটকৃষ্ণ রেড্ডি প্রমুখ | এখন তিনি অপেক্ষা করছেন রাজ্য বিধানসভাতে তেলেঙ্গানা প্রস্তাব পরাভূত হওয়া পর্যন্ত | তা ছাড়া, রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কী করেন সেটাও দেখছেন তিনি | যদি ইতিবাচক কিছু না হয়, তাহলে কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসবেন | সেক্ষেত্রে অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে আরও মেরুকরণ ঘটবে |

English summary
Telangana: Will Andhra CM Kiran Kumar Reddy forma new party in December?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X