For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বইয়ের পর তেলঙ্গানাতেও হ্যাকিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিপর্যয়ের চেষ্টা চিনের

Google Oneindia Bengali News

গত বছর মুম্বইয়ে বড়সড় বিদ্যুৎ বিভ্রাটের পেছনে চিনের হ্যাকারদের হাত ছিল তা একেবারে নিশ্চিতভাবে প্রমাণ পাওয়া গিয়েছে। মুম্বইয়ের পর এবার হয়ত তেলঙ্গানাতে বিদ্যুৎ বিপর্যয় করার চেষ্টা করতে পারে চিন। দেশের কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম অফ ইন্ডিয়া সতর্ক করে জানিয়েছে যে চিনের এক সংস্থা তেলঙ্গানার বিদ্যুৎ পদ্ধতি টিএস ট্রান্সকো ও টিএস জেনকো হ্যাকিং করার চেষ্টা করেছিল। রাজ্যের বিদ্যুৎ ইউটিলিটি হল চিএস ট্রান্সকো ও টিএস জেনকো। হ্যাকাররা তথ্য চুরি করা এবং বিদ্যুৎ পরিষেবা ব্যহত করার চেষ্টা করে।

তেলঙ্গানাতেও হ্যাকিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিপর্যয়ের চেষ্টা চিনের

জেনকো সন্দেহজনক আইপি অ্যাড্রেসকে ব্লক করে দিয়েছে এবং দূরবর্তী সাইট এবং পরিশীলিত পাওয়ার গ্রিডগুলি পরিচালনা করে এমন কর্মকর্তাদের ব্যবহারকারীর ইউজার আইডি বদল করেছে। তেলঙ্গানার ট্রান্সকো ও জেনকো চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ডি প্রভাকর রাও বলেন, '‌চিনের হুমকি গ্রুপ তেলঙ্গানার এসএলডিসি পদ্ধতির কম্যান্ড ও কন্ট্রোল পরিষেবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল। আমরা রাজ্যের পাওয়ার ইউটিলিটিকে নির্দেশ দিয়েছি সব দরনের সুরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত সতর্কতা অবলম্বন করতে।’‌

রাজ্যের বিদ্যুৎ বিভাগের এক সূত্রের বিশ্বাস চিনের এজেন্টরা তথ্য চুরির চেষ্টা করে রাজ্যজুড়ে বিদ্যুৎ বিপর্যয় ঘটানোর চেষ্টা করছিল। সূত্রের খবর, '‌এসডিএলসির ৪০টি সাব–স্টেশন নজরে রয়েছে, কিন্তু সময়মতো সার্টের কাছ থেকে সতর্কতা পাওয়ায় আমরা আমাদের সিস্টেমকে চিনের ম্যালওয়্যার দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে বাঁচাতে পেরেছি।’‌ সম্প্রতি আমেরিকার একটি সংবাদপত্রের রিপোর্টে প্রকাশিত হয়েছে যে ২০২০ সালে মুম্বইয়ের বিদ্যুৎ বিভ্রাটের পেছনে চিনের সাইবার হামলা দায়ি, এরপর তেলঙ্গানা বিদ্যুৎ প্রক্রিয়ায় সাইবার হামলার চেষ্টা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে।

নতুন এক সমীক্ষায় উঠে এসেছে, ১২টি ভারতীয় রাজ্য দ্বারা পরিচালিত কম্পিউটার নেটওয়ার্ক, প্রাইমারিলি পাওয়ার ইউটিলিটি এবং লোড ডিসপ্যাচ সেন্টারগুলিকে চিনের গ্রুপগুলি নিশানা করে আসছে ২০২০ সালের মাঝামাঝি থেকে, সিস্টেমে ম্যালওয়্যার ইনজেক্ট করে তা ব্যাহত করার চেষ্টা করছে বৃহৎ আকারে।

প্রসঙ্গত, ২০২০ সালের মে মাসে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার সীমান্তে ভারতীয় ও চিনা সৈনিকদের অশান্তির সৃষ্টি হয়। রিপোর্ট অনুযায়ী, গত বছরের মাঝামাঝি থেকে ভারতের বিদ্যুৎ খাতের এক বৃহৎ অংশকে লক্ষ্য করার জন্য চিনা সংস্থা একটি নির্দিষ্ট সফটওয়্যার ব্যবহারের করার চেষ্টা করছিল। যদিও মুম্বইয়ে বিদ্যুৎ বিভ্রাটের কারণ হিসাবে ম্যালওয়্যারকে উল্লেখ করা হয়নি। মহারাষ্ট্রের সাইবার অফিসাররা প্রথম এই বিষয়টি লক্ষ্য করেন।

English summary
Telangana Power Utility tried to hack China
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X