For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিকে ছেড়ে টিডিপি ধরল হাত, রাহুল-চন্দ্রবাবু এখন জোটসঙ্গী

একসময়ের বিজেপির জোটসঙ্গী এখন কংগ্রেসের হাত ধরে তেলাঙ্গানা ভোটে লড়তে এগিয়ে এলেন।

  • |
Google Oneindia Bengali News

একসময়ের বিজেপির জোটসঙ্গী এখন কংগ্রেসের হাত ধরে তেলাঙ্গানা ভোটে লড়তে এগিয়ে এলেন। দক্ষিণের এই রাজ্যে কংগ্রেস ৯৫টি আসনে লড়তে চলেছে। বাকী আসনে টিডিপি ও অন্য জোটসঙ্গীরা লড়বে বলে জানানো হয়েছে।

বিজেপিকে ছেড়ে টিডিপি ধরল হাত, রাহুল-চন্দ্রবাবু এখন জোটসঙ্গী

এই ২৪টি আসনের মধ্যে টিডিপি ১৪টি আসনে লড়বে বলে ঠিক হয়েছে। বাকী দশটি আসন ভাগাভাগি করে তেলাঙ্গানা জন সমিতি ও সিপিআই লড়বে।

[আরও পড়ুন: দুর্গাপুরে পুলিশের অনুমতি ছাড়া বিজেপির সভা! ধুন্ধুমার এলাকায় ][আরও পড়ুন: দুর্গাপুরে পুলিশের অনুমতি ছাড়া বিজেপির সভা! ধুন্ধুমার এলাকায় ]

১১৯ আসনের বিধানসভায় ভোট হওয়ার কথা আগামী ৭ ডিসেম্বর। এদিন টিডিপি নেতা চন্দ্রবাবু নাইড়ু ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর মধ্যে বৈঠক হয়। তারপরই বেরিয়ে এসে দুজনে জোটের ঘোষণা করেন। আগামী ৮-৯ নভেম্বর প্রার্থীদের নাম ঘোষণা হবে বলে জানিয়েছেন তেলাঙ্গানার প্রদেশ সভাপতি উত্তম কুমার রেড্ডি।

[আরও পড়ুন: মমতার উপস্থিতিতেই বিদ্যুৎ বিভ্রাট, প্রশাসনিক বৈঠকের পর যা করলেন মুখ্যমন্ত্রী ][আরও পড়ুন: মমতার উপস্থিতিতেই বিদ্যুৎ বিভ্রাট, প্রশাসনিক বৈঠকের পর যা করলেন মুখ্যমন্ত্রী ]

প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশের শাসক দল টিডিপি কিছুদিন আগে কেন্দ্রের এনডিএ জোট ছেড়ে বেরিয়ে আসেন। বিজেপি বিরোধী অবস্থান নেন। কেন্দ্র প্রতিশ্রুতি দিয়েও অন্ধ্রপ্রদেশের জন্য কিছু করেনি বলে তোপ দাগেন। আর এবার কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে বিজেপিকে হটানোর কাজ শুরু করে দিলেন।

[আরও পড়ুন: মধ্যপ্রদেশে রাহুল গান্ধীর সামনেই কথা কাটাকাটি দলের দুই শীর্ষ নেতার, প্রশ্নে দলীয় ঐক্য ][আরও পড়ুন: মধ্যপ্রদেশে রাহুল গান্ধীর সামনেই কথা কাটাকাটি দলের দুই শীর্ষ নেতার, প্রশ্নে দলীয় ঐক্য ]

English summary
Telangana polls: Congress to contest 95 seats; TDP, allies in 24 seats
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X