For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌করোনা ভাইরাসের গুজব দূর করতে জনসমক্ষে মাংস খেলেন তেলাঙ্গানার মন্ত্রীরা

Google Oneindia Bengali News

চিনে করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেই আরও এক গুজব মাথা চাড়া দিয়ে উঠেছে। তা হল মুরগির মাংস ও ডিম খেলে করোনাভাইরাস হতে পারে। সেই গুজবকে ভাঙতে বেশ কিছু তেলেঙ্গানা মন্ত্রী প্রকাশ্যেই মুরগির মাংস খেলেন।

‌করোনা ভাইরাসের গুজব দূর করতে জনসমক্ষে মাংস খেলেন তেলাঙ্গানার মন্ত্রীরা


জানা গিয়েছে, মন্ত্রীদের মধ্যে কেটি রামা রাও, এটেলা রাজেন্দর ও তালাসানি শ্রীনিবাস যাদবকেও দেখা গিয়েছে প্রকাশ্য একটি অনুষ্ঠানে মুরগির মাংস খাচ্ছেন। শুক্রবার হায়দরাবাদের টাঙ্ক বুন্দ এলাকাতে এক খ্যাতনামা মুরগির মাংস বিক্রির সংস্থা এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। যেখানে মন্ত্রীদেরকে দেখা গিয়েছিল ধবধবে সাদা শার্ট পরে ফ্রায়েড চিকেন লেগ ধরে রয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় মুরগির মাংস খেলে করোনাভাইরাস হতে পারে এই গুজব ছড়ানোর পর থেকেই দেশে মুরগির মাংস বিক্রি ৫০ শতাংশ কমে গিয়েছে এবং গত একমাসে দাম কমে গিয়েছে ৭০ শতাংশ। চিকেন খেলে করোনাভাইরাস সংক্রমিত হতে পারে এই বার্তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ বিভিন্ন জায়গায় ছড়াচ্ছেন। যার ফলে মানুষের মধ্যে অহেতুর আতঙ্কের সৃষ্টি হয়েছে। অনেকেই মুরগির মাংস কাঁচা কিনছেন বা বা তার তৈরি কোনও খাবারও খাচ্ছেন না। দেশের বেশ কিছু এলাকায় মাংসের দাম কমে গিয়েছে এক–তৃতীয়াংশ। করোনাভাইরাস মুরগির মাংস থেকে ছড়াচ্ছে না, এ সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। রাজ্য সরকারগুলিকেও এ বিষয়ে সদর্থক ভূমিকা পালন করতে বলা হয়েছে।

চিনে প্রথম এই নোভেল করোনাভাইরাস দেখা দেয়। উহান প্রদেশ থেকে এই কোভিড–১৯ বিশ্বের সব দেশেই প্রায় ছড়িয়ে পড়ে। চিনে এখনও পর্যন্ত এই রোগে মৃত্যু হয়েছে ২,৮০০ জন মানুষের। ভারতের বেশ কিছু রাজ্যে হানা দিয়েছে এই করোনাভাইরাস।

English summary
telangana minister eat chicken, break to rumours, about coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X