For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরকারের বিরুদ্ধে ধর্মঘটের শাস্তি, ৪৮ হাজার কর্মী চাকরি খোয়ালেন তেলাঙ্গানায়

তেলাঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের ৪৮ হাজার কর্মী শুক্রবার মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে বসেছিলেন।

  • |
Google Oneindia Bengali News

তেলাঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের ৪৮ হাজার কর্মী শুক্রবার মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে বসেছিলেন। এই অপরাধে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এদের সবাইকে ছাঁটাই করে দিয়েছেন।

সরকারের বিরুদ্ধে ধর্মঘটের শাস্তি, ৪৮ হাজার কর্মী চাকরি খোয়ালেন তেলাঙ্গানায়

শনিবার সন্ধ্যা ছটার মধ্যে বিক্ষুব্ধ কর্মচারীদের কাজে যোগ দিতে বলা হয়েছিল। অন্যথায় সরকার ব্যবস্থা নেবে, সেটাও বলা হয়েছিল। এরা কেউ কাজে যোগ না দেওয়ায় শেষ অবধি তাদের কাজটাই কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। এখন কর্মচারীরা একসঙ্গে সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করবেন বলে জানা গিয়েছে।

ভারতীয় মজদুর সংঘের এক সদস্য যিনি এই বিক্ষুব্ধ কর্মচারীদের একজন, তিনি জানিয়েছেন, ধর্মঘট করে তারা কোনও ভুল করেননি। ধর্মঘটের নোটিশ ১৫ দিন আগে দিতে হবে, এটাই নিয়ম। সেই নিয়ম মেনে যারা ২০ দিন আগে সরকারকে নোটিশ দেন। তারপরও সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

কর্মসংস্থান, চাকরির নিরাপত্তা, বেতন বৃদ্ধি, সরকারের বিভিন্ন পদে নিয়োগ সহ একাধিক দাবিতে বিভিন্ন সংগঠনগুলি যৌথভাবে এই ধর্মঘটে অংশ নিয়েছিল। তাদের মোট ২৬ দফা দাবি ছিল। তবে এবার ধর্মঘট করতেই কর্মীদের চাকরি থেকে ছাঁটাই করে দিয়েছে কেসিআর সরকার।

 [ কাশ্মীরে নিষেধাজ্ঞা নিয়ে 'ক্লুলেস' কেন্দ্র! আরটিআই-এর উত্তর অমিত শাহের মন্ত্রকের] [ কাশ্মীরে নিষেধাজ্ঞা নিয়ে 'ক্লুলেস' কেন্দ্র! আরটিআই-এর উত্তর অমিত শাহের মন্ত্রকের]

English summary
Telangana KCR govt sacks 48,000 transport staff for sitting in strike
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X