For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কংগ্রেস-বিজেপিকে ছেড়ে দেশকে রাস্তা দেখাচ্ছে তেলাঙ্গানা' ,জাতীয় রাজনীতি নিয়ে নয়া বার্তা কেসিআরের

রাজস্থান থেকে মধ্যপ্রদেশ একাধিক বিজেপি শাসিত রাজ্যে হাত বনাম পদ্ম লড়াইয়ে মাতোয়ারা ছিল ২০১৮ সালের বিধানসভা নির্বাচন। বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে মসনদ পদ্ম শিবির থেকে ছিনিয়ে নিয়েছে কংগ্রেস।

  • |
Google Oneindia Bengali News

রাজস্থান থেকে মধ্যপ্রদেশ একাধিক বিজেপি শাসিত রাজ্যে হাত বনাম পদ্ম লড়াইয়ে মাতোয়ারা ছিল ২০১৮ সালের বিধানসভা নির্বাচন। বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে মসনদ পদ্ম শিবির থেকে ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। তবে , দাক্ষিণাত্যের তেলাঙ্গানায় দাঁত ফোটাতে পারেনি বিজেপি বা কংগ্রেস কেউই।

কংগ্রেস-বিজেপিকে ছেড়ে দেশকে রাস্তা দেখাচ্ছে তেলাঙ্গানা , জয়ের পর জাতীয় রাজনীতি নিয়ে নয়া বার্তা কে

এদিন তেলাঙ্গানায় ফের একবার ক্ষমতায় আসে কে .চন্দ্রশেখর রাও য়ের নেতৃত্বাধীন টিআরএস। আর ক্ষমতায় এসেই চন্দ্র শেখর রাও বলেন, 'তেলাঙ্গানার মানুষকে উৎসর্গ করতে চাই এই জয়।এটা ইতিবাচক ভোট।' পাশাপাশি তিনি দৃপ্ত কণ্ঠে বলেন, ' জাতীয় রাজনীতিতে আমার বড় ভূমিকা পালন করেত তলেছি। আর সেটা আমরা করে দেখাব। জাতীয় রাজনীতিকে নতুন সংজ্ঞা দিতে চলেছি আমরাই।' কেসিআর দাবি করেন তেলাঙ্গাগানা এখন 'অবিজেপি, অকংগ্রেসি রাজ্য' , যে রাজ্য আগামী দিনে দেশকে রাস্তা দেখাবে।

[আরও পড়ুন:বিধানসভার ফলের নিরিখে কতগুলি লোকসভা কেন্দ্রে 'হার' বিজেপির, একনজরে পরিসংখ্যান][আরও পড়ুন:বিধানসভার ফলের নিরিখে কতগুলি লোকসভা কেন্দ্রে 'হার' বিজেপির, একনজরে পরিসংখ্যান]

উল্লেথ্য, দক্ষিণ ভারতের রাজনীতিতে তেলাঙ্গানা রাজ্য গঠনের পর্ব থেকে শুরু করে ২০১৮ সালের বিধানসবা নির্বাচন, এই গোটা অধ্যায়েই প্রাসঙ্গিক নাম হিসাবে উঠে আসেন তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতির সুপ্রিমো কে চন্দ্রশেখর রাও বা কেআরএস। নির্বাচনের কিছুদিন আগে তাঁর মেয়ে বলেছিলেন, তেলাঙ্গানার মানুষের মনে কেআরএস-এর জন্য ভালোবাসার চোরাস্রোত বইছে। তেলাঙ্গানায় কংগ্রেসের মহাজোট থেকে শুরু করে বিজেপি-র রাজনৈতিক বিভিন্ন চাল, সমস্ত কিছুকে মাত দিয়ে শেষ হাসি হাসলেন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কেআরএস, যিনি দ্বিতীয়বারের জন্য ফের একবার মসনদ দখলের পথে

[আরও পড়ুন:হিন্দি বলয়ে বিজেপি-কে মাত কংগ্রেসের, তেলেঙ্গানা ও মিজোরমে গোলাপী-সবুজ রঙের দাপট ][আরও পড়ুন:হিন্দি বলয়ে বিজেপি-কে মাত কংগ্রেসের, তেলেঙ্গানা ও মিজোরমে গোলাপী-সবুজ রঙের দাপট ]

[আরও পড়ুন:২৪ ঘণ্টার মধ্যে নতুন আরবিআই গভর্নর বেছে ফেলল কেন্দ্র, পদে বসলেন শক্তিকান্ত দাস][আরও পড়ুন:২৪ ঘণ্টার মধ্যে নতুন আরবিআই গভর্নর বেছে ফেলল কেন্দ্র, পদে বসলেন শক্তিকান্ত দাস]

English summary
TRS chief K Chandrasekhar Rao on Tuesday dedicated the emphatic victory of his party to the people of the state and said the election results would enable it to play a crucial role in national politics.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X