For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরীক্ষার্থী মা, আর বাইরে শিশুকে সামলালেন পুলিশ কর্মী, মন ছুঁয়ে যাওয়া এই ঘটনা এখন ভাইরাল

কথায় বলে, ' ছেলে ভোলানো সোজা কথা নয়!' এই কঠিন কাজকেই সহজ করে দেখালেন তেলাঙ্গানা পুলিশের এক অফিসার। তেলাঙ্গানার মুসাপেটের পুলিশ অফিসার মুজিব উর রহমানের ঘটনা অবাক করে দেওয়ার মতো।

  • |
Google Oneindia Bengali News

কথায় বলে, ' ছেলে ভোলানো সোজা কথা নয়!' এই কঠিন কাজকেই সহজ করে দেখালেন তেলাঙ্গানা পুলিশের এক অফিসার। তেলাঙ্গানার মুসাপেটের পুলিশ অফিসার মুজিব উর রহমানের ঘটনা অবাক করে দেওয়ার মতো।

পরীক্ষার্থী মা, আর বাইরে শিশুকে সামলালেন পুলিশ কর্মী, মন ছুঁয়ে যাওয়া এই ঘটনা

তেলাঙ্গানার মেহবুবনগরের বয়েজ জুনিয়ার কলেজে চলছিল কনস্টেবল পদের জন্য পরীক্ষা । সেখানে পরীক্ষার্থী হিসাবে এসেছিলেন এক মহিলা, যাঁর সঙ্গে ছিল তাঁর ৪ মাসের শিশু। শিশুর দায়িত্বে ছিল এক ১৪ বছর বয়সী কিশোরী। এদিকে, পরীক্ষার সেন্টারে তখন হাজির ছিলেন হেট কনস্টেবল অফিসার মুজিব উর রহমান। তিনি দেখেন ওই কিশোরী কিছুতেই ভুলিয়ে রাখতে পারছেন না শিশুটিকে তখন সেই শিশুকে নিজের কোলে তুলে নেন ওই পুলিশ অফিসার।

দুই সন্তানের পিতা মুজিবর রহমান জানান, শিশুটির জন্য যাতে তাঁর মায়ের পরীক্ষায় কোনও রকম বাধা তৈরি না হয়, সেই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়। আর সেই জন্য উর্দিধারী পুলি কর্তা নিজেই চলে আসেন একরত্তি শিশুটিকে সামলাতে। যে পুলিশের উর্দি অন্যায়কে দমন করতে পারে, সেই পুলিশই আবার স্নেহে ভুলিয়ে রাখতে পারে শিশুকে। এমনই এক মন ছুঁয়ে যাওয়া বার্তা দিল তেলাঙ্গানার এই ঘটনা।

English summary
They say it takes a village to raise a child, and perhaps it is true. Around noon on Sunday, September 30, a tweet by the Telangana District Police Chief, Rema Rajeshwari, has been garnering a lot of appreciation on social media.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X