For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তিনিই কেন্দ্রীয় সরকারের পতন ঘটাবেন! মমতা নয়, বিজেপির সরকার ফেলার 'রূপরেখা' দক্ষিণের নেতার

মহারাষ্ট্রের (Maharashtra) সরকার ফেলে উল্লসিত বিজেপি (BJP) । এরপর কোনও রাজ্য, একেক জন বিজেপি নেতার মুখে একের বিরোধী শাসিত রাজ্যের নাম। বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক বসেছে হায়দরাবাদে। সেখানে যাওয়া বিজেপি নেতারা তেলেঙ

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্রের (Maharashtra) সরকার ফেলে উল্লসিত বিজেপি (BJP) । এরপর কোনও রাজ্য, একেক জন বিজেপি নেতার মুখে একের বিরোধী শাসিত রাজ্যের নাম। বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক বসেছে হায়দরাবাদে। সেখানে যাওয়া বিজেপি নেতারা তেলেঙ্গানার (telangana) সরকার ফেলার চ্যালেঞ্জ জানিয়েছে। পাল্টা কেন্দ্রের বিজেপির সরকার ফেলার চ্যালেঞ্জ জানিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (K Chandrashekhar Rao)।

কেসিআরকে নিশানা বিজেপির

হায়দরাবাদে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করে দেওয়া পোস্টার নিয়ে এদিন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওতে তীব্র আক্রমণ করেন দক্ষিণ বেঙ্গালুরুর সাংসদ তেজস্বী সূর্য। তিনি বলেন, কেসিআর বাবু, এবার আপনার পালা।
এছাড়াও এদিন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি বলেন, টিআরএস ভয় পাচ্ছে, তাদের সরকারের পতন হবে, কেননা বিজেপি শক্তিশালী হচ্ছে। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীর ছেলে মুখ্যমন্ত্রী হতে পারেন না। তারা বিজেপির বিরুদ্ধে বিজ্ঞাপন দিতে জনগণের অর্থ ব্যবহার করছে।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জ

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জ

এই চ্যালেঞ্জের জবাব দিতে গিয়ে কেসিআর বলেন, এটা আশ্চর্যের যে, হায়দরাবাদে বসে একজন কেন্দ্রীয় মন্ত্রী দাবি করছেন, মহারাষ্ট্রে মহা বিকাশ আঘাধি সরকারের পতনের পরে তেলেঙ্গানার টিআরএস সরকারের পতনের সময় এসেছে। কেসিআর বলেছেন, ঠিক আছে। তাদের সরকার ফেলুন, তিনি সেই অপেক্ষায় আছেন, যাতে মুক্ত হতে পারেন। তারপর দিল্লিতে গিয়ে সরকারের পতন ঘটাবেন। তিনি বলেছেন, সংকট বিপ্লবের পথ দেখায়।
তেলেঙ্গানার মানুষ তাঁদের অধিকার পাওয়ার জন্য ৬০ বছর ধরে লড়াই করছেন। প্রয়োজনে তাঁরা আরেকটি লড়াই শুরু করবেন।

এদিন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বিজেপি দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। তিনি বলেছেন, বিজেপি নেতারা বলেছেন, তেলেঙ্গানার সরকার ফেলে দেবেন। তবে তিনি (কেসিআর) তার জন্য অপেক্ষা করবেন। তেলেঙ্গানার সরকার ফেললে তিনি মুক্ত হয়ে যআবেন। তারপর তিনি কেন্দ্রের বিজেপি সরকারের পতন ঘটাবেন। কেসিআর আরও বলেছেন, তেলেঙ্গানারয় ১১৯ টি আসন রয়েছে। এর মধ্যে টিআরএস ও তাদের বন্ধু দলগুলিতে তিন চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তাগের বিধায়ক সংখ্যা ১০৩-১০৪ জন। আর বন্ধু দলগুলির ৭ জন।

রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে

রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে

দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কেসিআর বলেছেন, দেশে যা ঘটছে, তা ভুল। এই পরিস্থিতি চুপ করে থাকা উচিত নয়। পরিবর্তন দরকার। ভারতীয় রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে। এব্যাপারে তিনি অগ্নিপথ প্রকল্প এবং উদয়পুরের হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেছেন।

প্রধানমন্ত্রীকে নয়, স্বাগত যশবন্ত সিনহাকে

হায়দরাবাদে বসেছে বিজেপির দুদিনের জাতীয় কর্ম সমিতির বৈঠক। সেখানে যোগ দিতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর কয়েকঘন্টা আগে হায়দরাবাদে যান রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা। তাঁকে স্বাগত জানাতে গিয়েই মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ জানিয়েছেন।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতবারই হায়দরাবাদে গিয়েছেন, ততবারই তাঁকে বেগমপেট বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন কেসিআর এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরা। কিন্তু এবারই ব্যতিক্রম। এবার তাঁরা প্রধানমন্ত্রী যাওয়ার কয়েক ঘন্টা আগে বেগমপেট বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহাকে।

Weather Update:দক্ষিণবঙ্গে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্তের সঙ্গে নিম্নচাপ অক্ষরেখা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়াWeather Update:দক্ষিণবঙ্গে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্তের সঙ্গে নিম্নচাপ অক্ষরেখা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

English summary
Telangana CM K ChandraShekhar Rao claims, he will topple BJP Govt in Centre
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X