For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি শাসিত রাজ্যের শহরকেই 'সন্ত্রাসের আঁতুর ঘর' আখ্যা দলের সাংসদের! রাজনীতির আঙিনায় ছড়াচ্ছে আঁচ

বিজেপি শাসিত রাজ্যের শহরকেই 'সন্ত্রাসের আঁতুর ঘর' আখ্যা গেরুয়া দলের সাংসদের!

  • |
Google Oneindia Bengali News

জেপি নাড্ডার নবগঠিত কোর টিমের সদস্য দক্ষিণী বিজেপি সাংসদ তেজস্বী সূর্য। বিজেপির যুবদলের দায়িত্ব তাঁর কাঁধে। আর দেশের সবচেয়ে কনিষ্ঠ এই সাংসদ খোদ নিজের রাজ্য সম্পর্কে মুখ খুলেই বিতর্কের জন্ম দিয়েছেন। নিজের শহর বেঙ্গারুকেই 'সন্ত্রাসের আঁতুর ঘর' বলে ব্যাখ্যা করেছেন তিনি। এরপর থেকেই শুরু হয়েছে তোলপাড়।

 যুব মোর্চার নেতা ও বিতর্ক

যুব মোর্চার নেতা ও বিতর্ক

বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি পদে আসীন হয়েছেন দক্ষিণি বিজেপি নেতা তেজস্বী সূর্য। জাতীয় রাজনীতিতে তিনি নাড্ডার কোর টিমে বেশ গুরুত্ব পেতে শুরু করেছেন। এমন অবস্থায় বিজেপি শাসিত কর্ণাটকের প্রাণকেন্দ্র বেঙ্গালুরুকে সন্ত্রাসের আঁতুরঘর বলে ব্যাখ্যা করেছেন তিনি। যার জেরে সেখানের বিজেপি শাসিত সরকার প্রবল সমস্যায় পড়ে গিয়েছে।

অস্বস্তিতে বিএস ইয়েদুরাপ্পা

অস্বস্তিতে বিএস ইয়েদুরাপ্পা

এদিকে, বিজেপির সাংসদের মুখে খোদ বিজেপি শাসিত রাজ্য নিয়েই এমন মন্তব্যে প্রবল অস্বস্তিতে পড়ে গিয়েছেন বিএস ইয়েদুরাপ্পা। কর্ণাটকের রাজনীতিতে আপাততএই মন্তব্যের পারদ চড়তেই বিজেপি নেমেছে ড্যামেজ কন্ট্রোলে।

 তেজস্বী কেন এমন দাবি করেন?

তেজস্বী কেন এমন দাবি করেন?

তেজস্বী বলেন, গত কয়েক বছরে বেঙ্গালুরু সন্ত্রাসবাদীদের আঁতুরঘর হয়ে গিয়েছে। একাধিক গ্রাফতারি ও স্লিপার সেলের কার্যকারিতা এমনই বার্তা দিচ্ছে বলে দাবি করেন তেজস্বী। এরপরই তিনি এই সন্ত্রাসবাদী কার্যকলাপ মোকাবিলার জন্য বেঙ্গালুরুতে একটি এনআইএ স্থাপন করার আর্জি জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।

 ড্যামেজ কন্ট্রোলে ইয়েদুরাপ্পা

ড্যামেজ কন্ট্রোলে ইয়েদুরাপ্পা

এদিকে, অস্বস্তিতে থাকা ইয়েদুরাপ্পা জানিয়েছেন , কেবলমাত্র এনআইএ স্থাপনেরই বার্তা দিয়েছেন তেজস্বী। এর থেকে বেশি কিথুই নয়। বিরোধীরা অহেতুক ঘটনার পারদ চড়াচ্ছে।

শঙ্কার কালো মেঘ সরিয়ে উঁকি দিচ্ছে আশার আলো! করোনা ভ্যাকসিন নিয়ে কোন বার্তা কেন্দ্রের? শঙ্কার কালো মেঘ সরিয়ে উঁকি দিচ্ছে আশার আলো! করোনা ভ্যাকসিন নিয়ে কোন বার্তা কেন্দ্রের?

English summary
Tejasvi Surya's recent comment on Bengaluru and NIA set up puts BJP in trouble
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X