For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যুব সমাজের সমর্থনে বিহারে দাপট মহাজোটের? তেজস্বীর পাশে মহিলা ভোটও!

যুব সমাজের সমর্থনে বিহারে দাপট মহাজোটের? তেজস্বীর পাশে মহিলা ভোটও!

  • |
Google Oneindia Bengali News

সবকটি বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিহারে নীতীশ কুমার ও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-কে সরিয়ে ক্ষমতায় ক্ষমতায় আসতে চলেছে তেজস্বী যাদব, কংগ্রেসের মহাজোট। হারই শুধু নয়, কার্যত ধুয়েমুছে সাফ হতে চলেছে শাসক শিবির। লালু প্রসাদের পুত্রের ক্যারিশমায় বিহারে ১৬০ থেকে ১৮০টি আসন পেতে চলেছে বিরোধী গোষ্ঠী। যে সাফল্যকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যা দিচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কাদের ভোটে বিহারে জয়জয়কার তেজস্বী শিবিরের, তাও জানাচ্ছে বুথ ফেরত সমীক্ষা।

তেজস্বীর পাশে যুব সমাজ

তেজস্বীর পাশে যুব সমাজ

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এবারের বিধানসভা নির্বাচনে বিহারের যুব সমাজের ভোট পড়েছে তেজস্বী যাদবের পক্ষে। সমীক্ষা অনুযায়ী প্রতিবেশী রাজ্যের ৪৭ শতাংশ ১৮ থেকে ২৫ বছরের মধ্যেকার ভোটার তেজস্বী ক্যারিশায় গা ভাসিয়েছেন। ২৬ থেকে ৩৫ বছরের মধ্যেকার ভোটারদের ৪৭ শতাংশ গিয়েছে মহাজোটের পক্ষে। দুই ক্ষেত্রে যথাক্রমে ৩৪ এবং ৩৬ শতাংশ ভোট পেয়েছ এনডিএ।

নীতীশের পাশে প্রবীণরা

নীতীশের পাশে প্রবীণরা

ইন্ডিয়া টুডে ও অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিহারের ৩৬ থেকে ৬০ বছরের উর্ধ্বে থাকা ভোটাররা এনডিএ-র পাশে দাঁড়িয়েছে। ৩৬ থেকে ৫০ বছর বয়সী ভোটারদের ৪২ শতাংশ পেয়েছে নীতীশ কুমার শিবির। ৫১ থেকে ৬০ বছর বয়সী ভোটারদের ৪৫ শতাংশ গিয়েছে এনডিএ-র পক্ষে। ৬০ বছরের উর্ধ্বে থাকা মানুষের ৪৮ শতাংশ ভোটার নীতীশ কুমার শিবিরকে ভোট দিয়েছে।

মহিলা ভোটাররা তেজস্বীর পাশে

মহিলা ভোটাররা তেজস্বীর পাশে

টাইমস নাও-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিহারে মহিলাদের ৪০.৫ শতাংশ ভোট পেয়েছে মহাজোট। ৩৬.৩ শতাংশ ভোট পাচ্ছে এনডিএ। বিহারে ৩৭.৯ শতাংশ পুরুষ ভোট পেয়েছে টিম তেজস্বী যাদব। ৩৭.২ শতাংশ ভোট পেয়েছে নীতীশ কুমার শিবির।

এলাকাব্যাপী ভোট

এলাকাব্যাপী ভোট

টাইমস নাও-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিহারের শহরাঞ্চলে ৪৩.৮ শতাংশ ভোট পেতে চলেছে এনডিএ। ৩২.৬ শতাংশ ভোট পেতে চলেছে মহাজোট। শহরতলি এলাকায় ৩২.৭ শতাংশ ভোট পাচ্ছে নীতীশ কুমার শিবির। ৩৪.৩ শতাংশ ভোট পেতে চলেছে তেজস্বী যাদব শিবির। অন্যদিকে গ্রামাঞ্চলে ৪০.৫ শতাংশ ভোট পেতে চলেছে মহাজোট। ৩৬.৩ শতাংশ ভোট পেতে চলেছে এনডিএ।

English summary
Tejashwi Yadav will clean sweep in Bihar with the help of young voters with age between 36
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X