For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নীতি আয়োগ প্রধানের বিহার মন্তব্যের সমালোচনায় তেজস্বী যাদব

নীতি আয়োগের সিইও অমিতাভ কান্তের সমালোচনায় মুখর তেজস্বী যাদব। বিহার দেশের অগ্রগতির পথে বাধা, এ মন্তব্য তাঁর মতে মোদি সরকারের 'বাবু' মনোবৃত্তির প্রকাশ।

  • By Amartya Lahiri
  • |
Google Oneindia Bengali News

নীতি আয়োগের সিইও অমিতাভ কান্তের মন্তব্যের কড়া সমালোচনা করলেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব। অমিতাভ বলেছিলেন বিহারের মতো সামাজিক মাপকাঠিতে পিছিয়ে থাকা এই রাজ্যগুলিই দেশের অগ্রগতির পথে বাধা। যার সমালোচনা করে তেজস্বী বলেন, এ হল মোদি সরকারের 'বাবু' মনোবৃত্তির প্রকাশ।

নীতি আয়োগ প্রধানের বিহার মন্তব্যের সমালোচনায় তেজস্বী যাদব

[আরও পড়ুন: আমাদের হাত মুসলিমদের খুনে কলঙ্কিত, কংগ্রেসের নেতার মন্তব্যে হইচই][আরও পড়ুন: আমাদের হাত মুসলিমদের খুনে কলঙ্কিত, কংগ্রেসের নেতার মন্তব্যে হইচই]

নীতি আয়োগের সিইও-র ওই মন্তব্যের জবাবে তিনি ট্যুইটে লেখেন, 'বিহার ও বিহারীরা দেশের সবার সমান কর দেয়, দেশ গঠনে ও প্রশাসনে সমান অবদান রাখে। এনডিএ-তা বিহারের ৩৩ জন সাংসদ আছেন, সাতজন কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্য ও কেন্দ্র দুজায়গাতেই একই দলের সরকার।

তাও এই বাবুরা বলছেন বিহার পিছিয়ে। ' এখানেই থামেননি তেজস্বী। বিহারের 'পিছিয়ে' পড়ার জন্য রাজ্যর লীতিশ কুমার ও কান্দ্রার মোদি সরকারকেই কাঠগবায় তুলেছেন লালু-তনয়। ট্যুইটে বলেন, 'তাহলে কি নীতিশকুমারের তথাকথিত বিহার মডেলের সবটাই ভাওতা?' মোদি সরকারের সমালোচনা করে বলেন, 'বিহারকে বিশেষ ক্যাটেগরির মর্যাদা দেওয়ার, বিশেষ প্যাকেজ দেওয়ার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন তা পূরণে উনি ব্যর্থ। চার বছর কেটে গেছে, কিন্তু ফাঁকা বুলি ছাড়া কিছুই মেলেনি।

English summary
Tejashwi Yadav on Tuesday slammed NITI Aayog CEO Amitabh Kant's statement blaming the state for India's backwardness, saying the remark has exposed the mindset of "babus" in the Modi-led government.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X