For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যপালের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকি তেজস্বীর, নীতীশের বিরোধিতায় জেডিইউ বিধায়ক

লালু প্রসাদের আরজেডিকে ছেড়ে সরকার ভেঙে দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য নীতীশের ওপর রীতিমত ক্ষুব্ধ লালু ব্রিগেড।

  • |
Google Oneindia Bengali News

বুধবার পদত্যাগ পত্র জমা দেওয়ার কয়েকঘণ্টার মধ্যেই বিজেপির সঙ্গে জেডিইউ এর নীতীশ কুমারের রাজনৈতিক গাঁটছড়া বাঁধার খবর সামনে আসে। এদিকে, লালু প্রসাদের আরজেডি-র সঙ্গে বাঁধা জোট সরকার ভেঙে দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য নীতীশের ওপর রীতিমত ক্ষুব্ধ লালু ব্রিগেড। ঘটনার প্রতিবাদে বৃ়হস্পতিবার সকাল থেকে বিহার জুড়ে হরতালে নেমে পড়ে আরজেডি। উল্লেখ্য, বৃহস্পতিবারই বিজেপি-জেডিইউ সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন নীতীশ কুমার। এক নজরে দেখে নেওয়া যাক বিহারের রাজনৈতিক প্রেক্ষাপটে এখনও পর্যন্ত ঘটে যাওয়া ঘটনাক্রম।

<span class=[আরও পড়ুন:ফের বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন নীতীশ কুমার ]" title="[আরও পড়ুন:ফের বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন নীতীশ কুমার ]" />[আরও পড়ুন:ফের বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন নীতীশ কুমার ]

রাজ্যপালের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকি তেজস্বীর, নীতীশের বিরোধিতায় জেডিইউ বিধায়ক

  • নীতীশ কুমার আরজেডি-জেডিইউ সরকার ভেঙে দিলেও, বিহারের এই মূহুর্তে সংখ্যার বিচারে সবচেয়ে বেশি সংখ্যক বিধায়ক রয়েছে লালু প্রসাদের আরজেডির ঝুলিতে।
  • নীতীশ কুমারের ইস্তফার প্রেক্ষিতে আদালতের দ্বারস্থ হতে চলেছে আরজেডি, বলে জানিয়েছেন লালু পুত্র তেজস্বী। বিহারের রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে এদিন তিনি রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গেও দেখা করেন।
  • রাজ্যপালকে তেজস্বী জানান, বিহারের সবচেয়ে বেশি সংখ্যক বিধায়ক তাঁদের হাতে রয়েছে। তাই সরকার গঠনের সুযোগ দেওয়া উচিত তাঁদের। যদিও রাজ্যপাল তেজস্বীর সেই দাবি খারিজ করে দেন।
  • তেজস্বী তাঁর টুইটের মাধ্যমে জানান যে, নীতীশ কুমারের শপথের পর সকাল ১১ নাগাদ তাঁকে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি।
  • তেজস্বী দাবি করেন, বহু জেডিইউ বিধায়কই নীতীশ ক্যাম্প ছেড়ে তাঁদের কাছে চলে আসবেন।
  • এদিকে, জেডিইউ বিধায়ক অনওয়ার আলি নীতীশ কুমারের বিজেপির সঙ্গে জোট বাঁধার সমালোচনা করেন প্রকাশ্যে।
  • পাটনার মহত্মা গান্ধি সেতু অবরোধ করে হরতাল শুরু করে লালুপ্রসাদ যাদবের দল আরজেডি ।

English summary
After Kumar’s meeting with the governor late last night, Tejashwi, accompanied by some RJD MLAs and leaders, marched to the Raj Bhawan to meet Tripathi. He said the governor told him that he has already invited Kumar for taking oath and it is not possible to take back the invitation letter.First signs of revolt in JD-U. MP Ali Anwar comes out in open criticising Nitish Kumar for dumping the grand alliance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X