For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিয়ে নিয়ে মামার আপত্তি, কবে হবে রিসেপশন, দিল্লি থেকে ফিরে অকপট তেজস্বী যাদব

Google Oneindia Bengali News

গত ৯ ডিসেম্বর খুবই অনাড়ম্বরভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আরজেডি নেতা ও বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব। তিনি তাঁর দীর্ঘদিনের বান্ধবী ব়্যাচেল গোডিনহোকে বিয়ে করেন, যিনি একজন খ্রিষ্টান পরিবারের মেয়ে। তেজস্বীর খ্রিষ্টান মেয়েকে বিয়ে করার সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যে পরিবারে অশান্তির সৃষ্টি হয়েছে। এক খ্রিস্টান মেয়েকে বিয়ে করায় চরম অখুশি তেজস্বীর মামা সাধু যাদব। সাধু যাদব জানিয়েছেন যে তিনি লালু প্রসাদের ছোট ছেলেকে বয়কট করেছেন এবং তাঁকে যথাযথ শিক্ষা দেবেন।

মামাকে জবাব দিলেন তেজস্বী

মামাকে জবাব দিলেন তেজস্বী

নববধূকে সঙ্গে নিয়ে দিল্লি থেকে বিহারে অবতরণ করে তেজস্বী সাংবাদিকদের জানান যে র‌্যাচেলের নতুন নামকরণ করা হয়েছে রাজশ্রী, যাতে বাবা লালু প্রসাদ যাদব সহজে উচ্চারণ করতে পারেন। ৩২ বছরের যুব নেতা যিনি আরজেডি প্রধান হওয়ার পাশাপাশি তাঁর মামা সাধু যাদবের আপত্তি তোলারও সঠিক প্রতিক্রিয়া দেন। প্রসঙ্গত, সাধু যাদব প্রথম থেকেই তেজস্বীর খ্রিষ্টান মেয়েকে বিয়ে করা নিয়ে ঘোর আপত্তি ছিল। তবে তেজস্বী জানিয়েছেন যে কোনও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। যদিও আরজেডি নেতা তাঁর মামার প্রতি শ্রদ্ধা জানিয়ে কোনও ব্যক্তিগত মন্তব্য করেননি।

 কেন জাঁক–জমক ছাড়া বিয়ে করলেন তেজস্বী

কেন জাঁক–জমক ছাড়া বিয়ে করলেন তেজস্বী

যদিও তেজস্বী জানান যে নতুন প্রজন্ম এই ধরনের ধারণাকে বৈষম্যমূলক মনে করে। তিনি বলেন, '‌আমরা তরুণ সমাজ নতুন ধারণা ও চিন্তা নিয়ে এগোবো। আমরা যখন বৈষম্য শেষ করার কথা বলি, আমরা লোহিয়াতে এবং সমাজবাদী, সেখানে কোনও বৈষম্য করা উচিত নয়।' জাঁক-জমক ছাড়া কেন এই বিয়ে করলেন, যেখানে তাঁর একাধিক সহকর্মী আশা করেছিলেন দারুণভাবে তাঁরা তেজস্বীর বিয়ে উপভোগ করবেন। এ প্রসঙ্গে আরজেডি নেতা জানিয়েছেন যে অনাড়ম্বরভাবে বিয়ে করার সিদ্ধান্ত সদ্য বিবাহিত দম্পতিই নিয়েছে, যাতে দুই পরিবার সুন্দরভাবে একে-অপরকে বোঝার জন্য একটু জায়গা পায়। তেজস্বী বলেন, '‌যদি বিয়েতে প্রধানমন্ত্রী ও অন্যান্য বড় নেতারা আসছেন তবে আমাদের তাঁদের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ের ওপর মনোযোগ দিতে হত এবং দুই পরিবার একে-অপরের জন্য সময় পেত না।'‌ তেজস্বী এও জানান যে কোভিড-১৯ মহামারির কারণেও বিয়েতে অতিথি সংখ্যা কমাতে হয়েছে। ‌

 বিহারে রিসেপশন হবে খুব শীঘ্রই

বিহারে রিসেপশন হবে খুব শীঘ্রই


তেজস্বী জানিয়েছেন যে খুব শীঘ্রই বিহারে রিসেপশন করা হবে এবং সেটা কবে হবে তার দিন পরবর্তী দু-তিনদিনের মধ্যেই পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। তেজস্বী জানিয়েছেন যে রিসেপশন করতে একটু সময় লাগবে কারণ প্রচুর অতিথি আসবে তার জন্য যথাযথ জায়গার প্রয়োজন। তাঁর বড় ভাই তেজ প্রতাপের বিয়ের এক ঘটনার কথা উল্লেখ করে আরজেডি নেতা জানান যে অতিথিদের নিরাপত্তার দায়িত্ব তাঁদের। কারণ লক্ষাধিক মানুষ আসবেন লালু প্রসাদ যাদবের পুত্রবধূকে আশীর্বাদ দিতে।

তেজ প্রতাপের প্রতিক্রিয়া

তেজ প্রতাপের প্রতিক্রিয়া

তেজস্বীর ইন্টার কাস্ট ম্যারেজ নিয়ে মামা সাধু যাদবের মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে শনিবার তেজ প্রতাপ যাদব তাঁকে '‌কংস মামা'‌ বলে অভিহিত করেন। তেজ প্রতাপ বলেন, '‌আমার বাবা লালু প্রসাদ যাদব ১৫ বছরের সাজা ভোগ করছেন শুধুমাত্র সাধু যাদবের অপরাধমূলক ক্রিয়াকলাপের জন্য। সাধু যাদবের মূল্য ২ টাকারও কম। তিনি লালু প্রসাদ যাদবের পরিবারের নাম ব্যবহার করে লক্ষপতি হয়েছেন। আমার সামনে দাঁড়ানোর সাহস নেই তাঁর। আমি বর্তমানে বৃন্দাবনে রয়েছি। আমি ফিরে আসি তারপর তাঁকে শিক্ষা দেব। বিহারের মানুষ তাঁকে জুতো পেটা করবেন।'‌

মামা সাধু যাদবের আপত্তি

মামা সাধু যাদবের আপত্তি

প্রসঙ্গত, নিজের ভাগ্নের সঙ্গে এক খ্রিস্টান মহিলার বিয়ে প্রসঙ্গে কথা বলতে গিয়ে সাধু যাদব শুক্রবার জানিয়েছেন, ভিন্ন ধর্মের মেয়েকে বিয়ে করে তেজস্বী সমগ্র যাদব সম্প্রদায়কে কলুষিত করেছেন। তিনি বলেন, '‌তেজস্বীর জন্য যাদব সম্প্রদায় বিড়ম্বনার মধ্যে পড়েছে। তার সকল বোনরা যাদব সম্প্রদায়ের মধ্যে বিয়ে করলেও খ্রিস্টান মহিলাকে বিয়ে করেছেন তেজস্বী। আমাদের সম্প্রদায় এই বিয়েকে মেনে নেবে না।'‌

English summary
Find out all the news related to the wedding of RJD leader Tejashwi Yadav
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X