For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জমে গেল খেলা! বিহারে বিজেপির জোট সরকার সরাতে রাজ্যপাল সকাশে আরজেডি

এদিন বিহারের রাজ্যপাল সত্যপাল মালিকের সঙ্গে দেখা করে নিজেদের আবেদন লিখিত জমা করে এলেন আরজেডি নেতা তেজস্বী যাদব।

  • |
Google Oneindia Bengali News

বিহারে সবচেয়ে বড় দল হিসাবে আরজেডি ৮০টি আসন পেয়ে ২০১৫ সালে জয়ী হয়েছে। ফলে এখন তাদের সরকার গড়তে ডাকতে হবে। এই দাবিতে এদিন বিহারের রাজ্যপাল সত্যপাল মালিকের সঙ্গে দেখা করে নিজেদের আবেদন লিখিত জমা করে এলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। আবেদনে আরজেডি লিখেছে, বিহারের সবচেয়ে বড় দল তাঁরাই। তাই রাজ্যপাল তাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সুযোগ দিন।

বিহারে বিজেপির জোট সরকার সরাতে রাজ্যপাল সকাশে আরজেডি

গোটা ঘটনায় সূত্রপাত কর্ণাটক বিধানসভার ফলাফলের পর। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ১০৪টি আসন পেয়েছে ২২৪টি বিধানসভার মধ্যে। তাই রাজ্যপাল বাজুভাই বালা বিএস ইয়েদুরাপ্পাকে সরকার গঠনের আহ্বান জানান। তারপরই দেশের নানা প্রান্তে কংগ্রেসের নেতৃত্বে বিরোধী দলগুলি ফোঁস করে উঠেছে।

ঘটনা হল, বিহারে ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে ২৪৩টি আসনের মধ্যে আরজেডি ৮০টি আসন জেতে। সবচেয়ে বড় দল হয় তাঁরা। আরজেডি ও জেডিইউ মিলে সরকার গঠন করে। পরে আরজেডি সরকার থেকে বেরিয়ে এলে বিজেপি জেডিইউ-এর সঙ্গে জোট বেঁধে সরকারকে রক্ষা করে। তবে এখনও আরজেডিই বিহারে সবচেয়ে বেশি আসন জেতা দল।

কর্ণাটকের ঘটনা দেখার পর আরজেডি নেতা তেজস্বী যাদব বিহারে সরকার ফেলে দেওয়ার আবেদন করেছেন রাজ্যপালের কাছে। কারণ তাঁর দাবি, তাঁরাই সবচেয়ে বড় দল। তাই তাদের সরকার গঠন করতে দেওয়া হোক। বিহারেও কর্ণাটকের প্রতিবাদে ধরনার কথা বলে হুমকি দিয়েছে আরজেডি। এখন দেখার রাজ্যপাল মালিক কী পদক্ষেপ করেন। তার পরে জল যে অনেকদূর গড়াবে তা এখন থেকেই বলে দেওয়া যায়।

English summary
Tejashwi Yadav meets Bihar Governor Satyapal Malik, stating that RJD is the single largest party and hence should be invited to form government
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X