For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তেজস্বীর ১০ লক্ষ চাকরির 'টার্গেট' তাড়া করতে নেমে প্রথম ওভারেই আউট নীতীশ

Google Oneindia Bengali News

প্রথম থেকেই কর্মসংস্থান এবং বেকারত্ব ইস্যুকে হাতিয়ার করে বিহারের ভোট ময়দানে নীতীশ কুমারকে মাত দিতে চেয়েছেন তেজস্বী যাদব। তবে সেই বাজিমাতের লক্ষ্যে তিনি ১০ লক্ষ চাকরির এক বিশাল লক্ষ্যে রেখেছেন নিজেরই সামনে। যেই প্রতিশ্রুতিকে কটাক্ষ করে নীতীশ দাবি করেন, তেজস্বীর মতো অনভিজ্ঞ নেতার দ্বারা তা সম্ভব নয়। এমনকী কোনও রাজ্যেই এই পরিমাণ চাকরি দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়। তবে নীতীশকে জবাব দিয়ে নিজের পরিকল্পনার খোলসা করলেন তেজস্বী।

১০ লক্ষ চাকরি দেওয়া অসম্ভব?

১০ লক্ষ চাকরি দেওয়া অসম্ভব?

গত কয়েকক দিনে বিহারের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সুশীল কুমার মোদী হিসেব কষে দেখান যে তেজস্বীর ১০ লক্ষ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি অসম্ভবের পর্যায়ে পড়ে। সরকারের কাছে এত টাকাই নেই। চাকরি তৈরির ক্ষেত্রে অর্থের অভাবের এই ইস্যুটি ব্যবহার করে নীতীশ খোঁচা দিয়েছিলেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাবকে। এক জনসভা থেকে বলেছিলেন, 'চাকরি তো দেবেন, বেতন কী তছরুপের টাকা থেকে বিলিয়ে দেবেন?'

তেজস্বী আগুন ঝড়ালেন নির্বাচনী প্রচারে

তেজস্বী আগুন ঝড়ালেন নির্বাচনী প্রচারে

তবে এর জবাবেই এবার তেজস্বী আগুন ঝড়ালেন নির্বাচনী প্রচারে। নীতীশকে আক্রমণ শানিয়ে বিরোধী মুখ্যমন্ত্রী পদ প্রার্থী বলেন, '১৫ বছর রাজ্য চালিয়েও নীতীশ কুমার জানেন না যে বর্তমানে তাঁর এসব বক্তব্যের জেরে তিনি হাসির পাত্রে পরিণত হচ্ছেন। আমার ১০ লক্ষ চাকরির প্রতিশ্রুতি পূরণের পরিকল্পনা ছকা আছে। সরকারে বসলে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই তা চূড়ান্ত করব।'

নীতীশ কুমারকে খোঁচা তেজস্বীর

নীতীশ কুমারকে খোঁচা তেজস্বীর

এদিন নীতীশ কুমারকে খোঁচা মেরে তেজস্বী বলেন, 'গত কয়েক বছরে বিহারে যে ৬০টি দুর্নীতি হয়েছে তাতে ৩০ হাজার কোটি টাকা চুরি হয়েছে। এই টাকা বাজেটের থেকে গিয়েছে। মানুষের টাকা এভাবে চুরি করা হয়েছে। নিজের ভাবমূর্তি তৈরি করতে নীতীশ কুমার ৫০০ কোটি টাকা খরচ করেছেন। তবে চাকরি দিতে পারেননি।'

তেজস্বীর প্রতিশ্রুতির খুঁত ধরতে ব্যস্ত এনডিএ

তেজস্বীর প্রতিশ্রুতির খুঁত ধরতে ব্যস্ত এনডিএ

এদিকে প্রথম থেকেই তেজস্বীকে অতটা পাত্তা দিচ্ছিল না ক্ষমতাসীন এনডিএ। তবে হঠাৎ করেই তেজস্বীর জনপ্রিয়তা বাড়তে দেখে কপালে চিন্তার রেখা দেখা গিয়েছে এনডিএ নেতাদের কপালে। এর জেরেই বুধবার থেকে দফায় দফায় তেজস্বীর ১০ লক্ষ চাকরির প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ করেছে ক্ষমতাসীন জোটের শীর্ষ নেতারা। এই প্রতিশ্রুতির খুঁতও তুলে ধরেছেন তাঁরা।

তেজস্বী ঝড় বিহারে

তেজস্বী ঝড় বিহারে

তবে এতে দমেননি তেজস্বী। বরং নিজের বেড়ে চলা জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আরও কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন এই তরুণ নেতা। মোদী ঝড়ের আগেই নির্বাচনী প্রচারের ময়দানে ঝড় তুলেছে তেজস্বীর তারুণ্যের তাস। এবং কর্মসংস্থানের আশায় তেজস্বীকে অনুসরণ করছে বিহারের যুব সমাজ।

<strong>বিহার ভোটে পরিযায়ী ইস্যু, লাভ-লোকসানের সমীকরণ খতিয়ে দেখে হিসাব কষছেন নীতীশ </strong>বিহার ভোটে পরিযায়ী ইস্যু, লাভ-লোকসানের সমীকরণ খতিয়ে দেখে হিসাব কষছেন নীতীশ

English summary
Tejashwi Yadav claims of scams against Nitish Kumar, sourcing it as funds for 10 Lakh Jobs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X