বাবার রেকর্ড ভাঙলেন পুত্র, একদিনে ১৭টি সভা তেজস্বী যাদবের, দ্বিতীয় দফার আগে চড়ছে উত্তাপ
বাবার রেকর্ড ভাঙলেন তেজস্বী যাদব। বিহার িবধানসভা ভোটের দ্বিতীয় দফার আগে এতদিনে ১৭টি প্রচার সভা করেছেন তিনি। এর আগে লালু প্রসাদ যাদব এক দিনে ১৬টি সভা করেছিলেন লালু প্রসাদ যাদব। সেই রেকর্ডকে ছাপিয়ে গেলেন ছেলে তেজস্বী যাদব। তেজস্বীর জনপ্রিয়তায় সিঁদুরে মেঘ দেখছেন নীতীশ, অমিত শাহরা।

রেকর্ড গড়লেন তেজস্বী
এক দিনে ১৭টি সভা করে নতুন রেকর্ড গড়লেন আরজেডির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। বিহারে বিধানসভা ভোটের দ্বিতীয় দফার আগে প্রচারের পারদ চড়িয়েছে আরজেডি। তেজস্বীর প্রত্যেকটি সভাতেই ভিড় ছাপিয়ে গিয়েছে। এর আগে আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব এক দিনে ১৬টি প্রচার সভা করেছিলেন। সেই সংখ্যাকে ছাপিয়ে গিয়ে নতুন রেকর্ড গড়েছেন তেজস্বী।

চোখ রাঙাচ্ছে তেজস্বীর জনপ্রিয়তা
বিহারে বিধানসভা ভোটের দ্বিতীয় দফার আগে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দল। প্রচারে বেশি করে উত্তাপ বাড়িয়েছে আরজেডি। প্রচারে কোনও খামতি রাখতে চাইছেন না তেজস্বী যাদব। দিন রাত এক করে বিহারের এক প্রান্ত থেক আরেক প্রান্তে প্রচার চালিয়ে যাচ্ছেন তেজস্বী যাদব। সকাল ১০টা দেশে বিকেল সাড়ে চারটে পর্যন্ত প্রচার করে চলেছেন তিনি। পূর্ব চম্পারণ, পশ্চিম চম্পারণ, গোপালগঞ্জ, ছাপড়া, বৈশালী একের পর এক সভা করেছেন তেজস্বী।

তেজস্বীর সভায় ভিড় বেশি
নীতীশের সভা থেকে বেশি জনসমাগম হচ্ছে তেজস্বী যাদবের সভায়। বিহারের কর্মসংস্থানকে ইস্যু করেই নীতীশ কুমার সরকারকে আক্রমণ শানিয়ে চলছেন তেজস্বী যাদব। প্রথম দফার ভোটের আগেও একই ভাবে তেজস্বীর প্রচারে ভিড় বেশি হয়েছিল বিহারে। তাতেই সিঁদুরে মেঘ দেখছেন নীতীশ কুমার এবং বিেজপি।

জনপ্রিয়তা কমছে নীতীশের
বিহারে বিধানসভা ভোটের জনমত সমীক্ষা বলছে নীতীশের জনপ্রিয়তায় ঘাটতি দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে অনেকেই আর নীতীশকে চাইছেন না। তার অন্যতম কারণ পরিযায়ী শ্রমিক সংকট বলে মনে করছে রাজনৈতিক মহল। নীতীশের শাসন কালে বিহারে কর্মসংস্থানে তীব্র সংকট তৈরি হয়েছে। তাতেই নীতীশের জনপ্রিয়তায় ধাক্কা দেখা দিয়েছে।
