For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লালু প্রসাদ কি পণবন্দি হয়ে রয়েছেন! তেজপ্রতাপের অভিযোগের জবাব তেজস্বীর, ভ্রাতৃবিরোধ নিয়ে তুঙ্গে জল্পনা

লালু প্রসাদ কি পণবন্দি হয়ে রয়েছেন! তেজপ্রতাপের অভিযোগের জবাব তেজস্বীর,ভ্রাতৃবিরোধ নিয়ে তুঙ্গে জল্পনা

  • |
Google Oneindia Bengali News

দিল্লিতে লালু প্রসাদ যাদবকে পণবন্দি করে রাখা হয়েছে। এমন দাবি তুলে বিহারের রাজনীতিতে কার্যত ঝড় তুলে দিয়েছেন লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ যাদব। যে তেজ প্রতাপ তাঁর ভাই তেজস্বীকে অর্জুনের সঙ্গে তুলনা করে ছিলেন, সেই তেজই নাম না করে ভাই তেজস্বীকে এই ইস্য়ুতে টার্গেট করছেন বলে মনে করছেন অনেকে। এদিকে দাদা তেজপ্রতাপের বক্তব্যের পরই তেজস্বী যাদব বক্তব্য পেশ করেছেন এই ইস্যুতে।

তেজস্বীর বক্তব্য

তেজস্বীর বক্তব্য

'লালু প্রসাদ যাদব বিহারের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় রেল মন্ত্রী হিসাবে বহু বছর আসীন ছিলেন। তিনি দেশের দুই প্রধানমন্ত্রীকে পদে আসতে সমর্থন জানান, লালকৃষ্ণ আদবানির গ্রেফতারি তাঁর হাত ধরেই হয়। ফলে যাঁরা বলছেন, লালু প্রসাদকে পণবন্দি করা হয়েছে, তাঁদের অভিযোগের সঙ্গে লালু প্রসাদের ব্যক্তিত্ব মেলে না।'
এদিন লালুপুত্র তেজস্বী একথা জানিয়ে কার্যত লালু প্রসাদের পণবন্দি হওয়ার ইস্যুটি নস্যাৎ করে দেন।

ভাই তেজ প্রতাপের অভিযোগ

ভাই তেজ প্রতাপের অভিযোগ

এদিকে তেজস্বীর ভাই তেজ প্রতাপ যাদব এর আগে অভিযোগের সুরে জানান, 'আমার বাবা ভালো নেই। আমি কোনও চাপ দিতেও চাই না। তিনি বহু ধরনের শারীরিক জটিলতা থেকে ভুগছেন। ' একইসঙ্গে তিনি বিস্ফোরক অভিযোগ তুলে দাবি করেন, ' আরজেডির জাতীয় প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখছেন কয়েকজন। আমার বাবা জেল থেকে বেরিয়ে এসেছেন প্রায় ১ বছর হয়ে গেল, তাও ওখানে (দিল্লিতে) আটকে রয়েছেন।' উল্লেখ্য, মিডিয়া রিপোর্ট
অনুযায়ী তেজ প্রতাপ, লালুকে পণবন্দি করার অভিযোগ তুলেছেন।

'বাবাকে আসতে দিচ্ছে না'

'বাবাকে আসতে দিচ্ছে না'

তেজপ্রতাপ দাবি করছেন, তিনি বহুবার তাঁর বাবা লালু প্রসাদকে পাটনায় তাঁর সঙ্গে এসে থাকতে বলেছেন, তবে 'ওঁকে (লালু প্রসাদ)কে ছাড়া হচ্ছে না।' তেজ প্রতাপেরদাবি পণবন্দি করে দিল্লিতে লালু প্রসাদ যাদবকে আটকে রাখা হয়েছে। এদিকে, এই ইস্যুতে তেজের বক্তব্যের পরই জেডিইউ দাবি করছে, লালু প্রসাদ ইস্যুতে তেজস্বীর মুখ খুলে অবস্থান স্পষ্ট করা উচিত। এদিকে, তারপরই তেজস্বী এদিন নিজের অবস্থান কার্যত সাফ করে দেন। জানিয়ে দেন, দিল্লিতে লালু প্রসাদ পণবন্দি নন।

জেডিইউ-র খোঁচা

জেডিইউ-র খোঁচা

এদিকে, জেডিইউ-র তরফে নীরজ কুমারের দাবি, যদি রাজনৈতিক ক্ষমতা পরম্পরা মেনে বড় ছেলের জাগায় ছোট ছেলে পান,তাহলে তো বড় ছেলে আক্রমণ তীব্র করবেনই! নীরজের দাবি, তেজ প্রতাপ 'কোয়ালিফায়েড' হয়েও, রাজনৈতিক উত্তরসূরি হিসাবে গণ্য হননি কখনও। আর এই কারণেই তিনি তেজস্বী যাদবকে আক্রমণ করে যাচ্ছেন।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Tejashwi Yadav says Lalu Prasad is not being held hostage in Delhi, he futes brother TejPratap.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X