For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেলমন্ত্রকের উদ্যোগ! মুম্বই-গোয়ার দূরত্ব কমল ৩০ মিনিট

পরীক্ষামূলক পর্যবেক্ষণের পর মুম্বই ও গোয়ার মধ্যে দ্রুতগামী তেজস এক্সপ্রেস চলতে শুরু করেছে। ট্রেন চলছে ঘন্টায় ১২০ কিমি বেগে।

  • |
Google Oneindia Bengali News

পরীক্ষামূলক পর্যবেক্ষণের পর মুম্বই ও গোয়ার মধ্যে দ্রুতগামী তেজস এক্সপ্রেস চলতে শুরু করেছে। ট্রেন চলছে ঘন্টায় ১২০ কিমি বেগে। বাড়তি বেগ ট্রেনে যাত্রার সময় শুধু ১৫ থেকে ৩০ মিনিট কমিয়ে দেবে নয়, এই রুটে অন্যতম দ্রুতগামী ট্রেনেও রূপান্তরিত হয়েছে এটি। এর আগে ট্রেনটির গড় বেগ ছিল ঘন্টায় ১১০ কিমি। যদিও ট্রেনটি ঘন্টায় সর্বোচ্চ ১৬০ কিমি বেগে চলতে পারে।

কম সময়ে মুম্বই থেকে গোয়া

কম সময়ে মুম্বই থেকে গোয়া

মুম্বই ও গোয়ার মধ্যে দ্রুতগামী তেজস এক্সপ্রেস চলতে শুরু করেছে। ট্রেন চলছে ঘন্টায় ১২০ কিমি বেগে। বাড়তি বেগ ট্রেনে যাত্রার সময় শুধু ১৫ থেকে ৩০ মিনিট কমিয়ে দেবে নয়, এই রুটে অন্যতম দ্রুতগামী ট্রেনেও রূপান্তরিত হয়েছে এটি।

বাঁচছে সময়

বাঁচছে সময়

রেল সূত্রে জানা গিয়েছে, যদি এই পরীক্ষা সফল হয়, তাহলে তা প্রয়োগ করা হবে অন্য ট্রেনগুলির ক্ষেত্রেও। কিছু ক্ষেত্রে বাদ দিলে, বেশিরভাগ ক্ষেত্রে তেজস এক্সপ্রেসের গতিবেগ ঘন্টায় ১২০ কিমি। এর মাধ্যমে যাত্রীরা সময়ও বাঁচাতে পারছেন।

নিরাপদ যাত্রী পরিবহণে তেজস

নিরাপদ যাত্রী পরিবহণে তেজস

মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে শুরু করে তেজস চলে গোয়ার কারমালি স্টেশন পর্যন্ত। সূত্রের খবর অনুযায়ী, তেজস যে সময় নেয় শতাব্দীও সেই একই সময় নেয়। রেলমন্ত্রক ২০১৭-তে এই ট্রেন চালু করেছে নিরাপদ যাত্রী পরিবহণের জন্য। একইসঙ্গে রয়েছে বেশি বেগ এবং অভ্যন্তরীণ সাজসজ্জা।

ট্রেনে রয়েছে নানা সুবিধা

ট্রেনে রয়েছে নানা সুবিধা

ট্রেনে যাত্রীদের জন্য নানা সুবিধা রাখা হয়েছে। রয়েছে ওয়াইফাই-এর সুবিধা। আলাদাভাবে প্রত্যেকের জন্য রয়েছে, হেডফোন সহযোগে এলসিডি এন্টারটেনমেন্ট কাম ইনফর্মেশন স্ক্রিন, আরামদায়ক আসন, মডিউলার বায়োটয়লেট। প্রত্যেক আসনে রয়েছে মোবাইল চার্জিং এবং ইউএসবি পয়েন্ট। এছাড়াও রয়েছে সিসিটিভির সুবিধা, ইলেকট্রনিক প্যাসেঞ্জার রিজার্ভেশন চার্ট, এলইডি লাইটিংও।

English summary
The increased speed of Tejas Express has not only helped in cutting down on travel time by 15-30 minutes, but has also made the train one of the fastest on the route.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X