For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লালুপুত্র তেজপ্রতাপের নিরাপত্তা রক্ষীর বেদম প্রহার সাংবাদিককে! নেপথ্যের 'কারণ' অবাক করার মতো

সকাল থেকেই শান্তিপূর্ণ ছিল বিহারের ভোটগ্রহণ পর্ব। তবে বেলা গড়াতেই পাটনাতে পরিস্থিতি খানিকটা উত্তপ্ত হয়ে ওঠে।

Google Oneindia Bengali News

সকাল থেকেই শান্তিপূর্ণ ছিল বিহারের ভোটগ্রহণ পর্ব। তবে বেলা গড়াতেই পাটনাতে পরিস্থিতি খানিকটা উত্তপ্ত হয়ে ওঠে। সেখনে লালুপুত্র তেজপ্রতাপকে ঘিরে তাঁর গাড়ির উইন্ডস্ক্রিন ভাঙা নিয়ে বচসা ঘিরে এক সাংবাদিককে ব্যাপক মারধর চালানো হয়।

লালুপুত্র তেজপ্রতাপের নিরাপত্তা রক্ষীর বেদম প্রহার সাংবাদিককে! নেপথ্যের কারণ অবাক করার মতো

অভিযোগ ছিল লালু পুত্র তেজপ্রতাপ ভোট দিতে এলে , তাঁর গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে যায়। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দাপুটে আরজেডি নেতা লালুপ্রসাদের ছেলে তেজপ্রতাপ ভোটকেন্দ্রে এলে তাঁর গাড়ি ঘিরে ধরে বি তোলার চেষ্টা করতে থাকেন সংবাদমাধ্যমের কর্মীরা। তেজের অভিযোগ সেই সময়েই তাঁর গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে দেন জনৈক চিত্র সাংবাদিক। এরপরই সেই সাংবাদিকের দিকে তেড়ে যান তেজপ্রতাপের নিরাপত্তারক্ষী।

[আরও পড়ুন:যোগী রাজ্যে মন্ত্রীর পছন্দ বিরোধীদের! ভোট মিটতে না মিটতেই করলেন বিজেপিকে নিয়ে ভবিষ্যদ্বাণী][আরও পড়ুন:যোগী রাজ্যে মন্ত্রীর পছন্দ বিরোধীদের! ভোট মিটতে না মিটতেই করলেন বিজেপিকে নিয়ে ভবিষ্যদ্বাণী]

তেজপ্রতাপের নিরাপত্তারক্ষী ওই সাংবাদিককে জনসমক্ষে ব্যাপক মারধর করলেও, তা মানতে রাজি নন তেজ। তাঁর জাবি দোষ ছিল সাংবাদিকেরই। ফলে আরজেডি নেতার ছেলে বিহারের মাটিতে দাঁড়িয়ে সাফ জানিয়ে দেন তাঁর নিরাপত্তারক্ষী এই ঘটনার কোনও দোষ করেনি।

[আরও পড়ুন:ডায়মন্ডহারবারে অভিষেকের প্রতিপক্ষ বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা! ভাঙচুর ঘিরে সরগরম এলাকা ][আরও পড়ুন:ডায়মন্ডহারবারে অভিষেকের প্রতিপক্ষ বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা! ভাঙচুর ঘিরে সরগরম এলাকা ]

English summary
Tej Pratap Yadav's personal security guards in Patna beat a camera person, see video .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X