For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রতিবাদে শুরু লালু-পুত্রের 'সাইকেল যাত্রা', পতনে সমাপ্তি, দেখুন ভিডিও

পেট্রোল ডিজেলের দাম বাড়ার প্রতিবাদে তেজ প্রতাপ যাদব সাইকেল যাত্রা আয়োজন করেছিলেন। বেশ ভালভাবেই শুরু হয়েও তা শেষ হল পাটনার রাস্তায় তাঁর এক দর্শনীয় পতনের মধ্য দিয়ে। দৃশ্যটি অনেকেই মোবাইল ফোন ক্যামের

Google Oneindia Bengali News

তিনি বিহারের প্রাক্তন মন্ত্রী, আবার চলচিত্র অভিনেতাও বটে। সেই তিনিই ক্যামেরা দেখে খেপে গেলেন। খেপবেন নাই বা কেন? আশপাশোর লোক আছাড় খেয়ে রাস্তায় পড়ে যাওয়ার ছবি তুলুক, কেই বা চায়?

সাইকেল যাত্রায় পতন লালুর ছেলের

ঘটনাটা হল, লালু প্রসাদের বড় ছেলে তেজ প্রতাপ, 'সাইকেল যাত্রা' করতে গিয়ে নিজেই আছাড় খেয়ে পড়লেন পাটনার রাস্তায়। মাত্রাহীনভাবে জ্বালানী তেলের দাম বাড়ছে। এরই প্রতিবাদে পাটনার রাস্তায় আজ 'সাইকেল যাত্রা' করার কর্মসূচী নিয়েছিলেন বিহারের এই প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী।

শুরুটা ভালই হয়েছিল। তেজ প্রতাপের সঙ্গেই আরজেডি-র আরও কিছু কর্মী সাইকেল চালাচ্ছিলেন। পাশে পাশে মোটর বাইকে ছিল তাঁর দেহরক্ষীরা। গাড়ি ও বাইকে বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও সেই যাত্রায় সামিল হয়েছিলেন।

একসময় একটু জোরে প্যাডেলিং করে বাকিদের ছাড়িয়ে বেশ কিছুটা এগিয়ে গিয়েছিলেন তিনি। তাঁর সমর্থকরা সেসময় তাঁকে উৎসাহই দিচ্ছিলেন। কিন্তু জোরের উপর মোড় ঘুরতে গিয়েই বিপত্তি। ভারসাম্য হারিয়ে পতন ঘটে তাঁর। উৎসাহ দেওয়া সমর্থকরা তখন হায় হায় করছেন। রাস্তার অনেকে এবং উপস্থিত সংবাদ মাধ্যম কিন্তু সে দৃশ্য ক্যামেরা বন্দী করেছে। আর সেই ক্যামেরা দেখেই তিনি রেগে যান। সরিয়ে নিতে বলেন।

পরে অবশ্য 'মানুষের পতন হয় উঠে দাঁড়াবার জন্য' - মার্কা দার্শনিক কথা বলে সাফাই দেওয়ার চেষ্টা করেন তেজ প্রতাপ যাদব। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গিয়েছে। ভাইরাল হয়ে গিয়েছে তাঁর সেই পতনের ভিডিও। মোদীভক্তদের কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে বলেছেন, 'বাবা তেজু, আগে সাইকেলটা ঠিক করে চালান শেখ, পরে রাজ্য চালানর কথা ভাববে।'

এই ঘটনার পরেও তেজ প্রতাপ তাঁর সাইকেল যাত্রা জারি রাখেন, কিন্তু তাঁর মধ্যে সেই আগের তেজ আর দেখা যায়নি। পেট্রোল-ডিজেলের দামের প্রতিবাদও পেছনের সারিতে চলে গিয়েছে, চলছে ভিডিওটি নিয়ে হাসাহাসি ও রসিকতা।

English summary
Tej Pratap Yadav organized a cycle protest against the hike in petrol-diesel price. It started in a well manner, but ended with a spectacular fall of him on the Patna road. The scene was captured by many mobile phone cameras and press.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X