For Quick Alerts
For Daily Alerts
শিবরাত্রিতে বাঁশি বাজিয়ে সকলকে মুগ্ধ করলেন লালুপুত্র, ভাইরাল ভিডিও
রাজনীতিতে সেভাবে মন নেই, ব্যক্তিগত জীবনও সুখকর নয় তাঁর। কিন্তু লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ বাঁশি বাজিয়ে মাতিয়ে দিলেন শিবরাত্রির অনুষ্ঠান। এই দেড়বছরে স্ত্রী ঐশ্বর্যের সঙ্গে বনিবনা না হওয়ায় ঘর ছেড়ে দেন আবারও ফিরে আসেন। কিন্তু তারপর থেকে আর সক্রিয় রাজনীতিতে নেই তিনি।


বাংলায় রক্ত ঝরলেও বাংলাকে ভাগ হতে দেব না : জ্যোতিপ্রিয়
শিবরাত্রি উপলক্ষে বিহারের বৈশালীতে দেখা গেল একটি অনুষ্ঠানে বাঁশি বাজাচ্ছেন আরজেডি নেতা তেজপ্রতাপ। তাঁর বাঁশির সুর উপভোগ করছে উপস্থিত জনতা। কপালজুড়ে তিলক, পরনে সাদা পাঞ্জাবি, সবুজ জহরকোট। মাইকের সামনে বাঁশি বাজাচ্ছেন তেজপ্রতাপ। এই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। লালু প্রসাদ যাদব ছোট ছেলে তেজস্বীকে দলের দায়িত্ব দেওয়ার পর থেকেই আর দলের কাজেকর্মে থাকেন না তেজপ্রতাপ। গত বছর শিবরাত্রির দিন তিনি বাঘছাল পরে, গায়ে ছাই মেখে শিব সেজেছিলেন। এ বছর তাঁর অন্য এক প্রতিভা সামনে এল।