নতুন রাজনৈতিক দলে যোগ দিলেন প্রাক্তন বিএসএফ জওয়ান তেজ বাহাদুর
খাবারের মান নিয়ে প্রশ্ন তুলে এক সময় সোশ্যাল মিিডয়ায় ঝড় তুলেছিলেন প্রাক্তন বিএসএফ জওয়ান তেজবাহাদুর। তার পরে আর বিএসএফে চাকরি করা হয়নি তাঁর। বরখাস্ত হতে হয়েছিল। কিন্তু প্রতিবাদ করা ছাড়েননি তিনি। ২০১৯ সালের লোকসভা ভোটে বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও প্রার্থী হতে চেয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে আর প্রার্থী হতে দেওয়া হয়নি।

মনোনয়ন পত্র জমা দেওয়ার দিন েপরিয়ে যাওয়ার পর তিনি গিয়েছেন বলে অভিযোগ উঠেছিল। নির্বাচন কমিশন তাঁর প্রার্থী পদ বাতিল করে দেয়। লোকসভা ভোটে প্রথমে সমাজবাদী পার্টির হয়ে বারাণসী থেকে প্রার্থী হয়েছিলেন তেজবাহাদুর।
প্রতিবাদে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। প্রতিদ্বন্দ্বিতা করা হয়ে ওঠেনি মোদীর বিরুদ্ধে।
সেই ঘটনার প্রায় চার মাস পর নতুন রাজনৈতিক দলে যোগ দিলেন তেজ বাহাদুর। রবিবার দিল্লিতে জননায়ক জনতা পার্টিতে যোগ দেন তিনি। দলনেতা দুষ্মন্ত চৌতালার উপস্থিতিতেই তিনি যোগ দেন।