For Quick Alerts
For Daily Alerts
ওডিশায় নাবালিকাকে গণধর্ষণ, ধৃত এক
কেন্দ্রাপড়া, ১৬ জানুয়ারি: গণধর্ষণের শিকার হল এক নাবালিকা। ঘটনাটি ঘটেছে ওডিশার কেন্দ্রাপড়া জেলায়। এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আর একজন পলাতক।
পুলিশ সূত্রে খবর, কেন্দ্রাপড়া জেলার মারসঘাই গ্রামের ওই পঞ্চদশীকে গত ১২ জানুয়ারি অপহরণ করে অঙ্গুল জেলার একটি গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে সারা রাত ধরে গণধর্ষণ করে দুই যুবক। পরে কিশোরী তাদের কবল থেকে কোনও রকমে ছাড়া পেয়ে পালিয়ে বাড়ি ফিরে আসে।

দীনবন্ধু মল্লিক নামে এক ব্যক্তিকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। তার এক সহযোগীকে খুঁজতে বার্তা পাঠানো হয়েছে ওডিশার সব থানায়।