For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্কুল থেকে ফেরার পথে কিশোরিকে হেনস্থা তারপর ছুরির কোপ,গ্রেফতার গ্রাম প্রধানের ছেলে

এক সতেরো বছরের কিশোরির মৃত্যু নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর প্রদেশের বালিয়া জেলায়।

  • |
Google Oneindia Bengali News

এক সতেরো বছরের কিশোরির মৃত্যু নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর প্রদেশের বালিয়া জেলায়। মৃতার পরিবারের দাবি , বহুদিন ধরেই ওই কিশোরিকে উত্যক্ত করছিল এলাকার ৪ জন ছেলে। তারাই কিশোরিকে হত্যা করেছে বলে অভিযোগ। জানা গিয়েছে, গত ৬ মাস ধরে ওই কিশোরিকে হেনস্থা করে চলেছিল এই ৪ জন যুবক।

অভিযুক্তদের তালিকায় রয়েছে এলাকার পঞ্চায়েত প্রধানের ছেলে । অভিযোগ, কিছুদিন আগে ওই কিশোরি যখন স্কুল থেকে সাইকেলে বাড়ি ফিরছিল , তখন বাইকে এসে ৪ জন যুবক তাকে ঘিরে ধরে। দুপক্ষের মধ্যে ঝগড়া হলে, কিশোরিকে মাটিতে ফেলে গলায় ছুরির কোপ বসায় অভিযুক্তরা।

স্কুল থেকে ফেরার পথে কিশোরিকে হেনস্থা তারপর ছুরির কোপ,গ্রেফতার গ্রাম প্রধানের ছেলে

কিশোরির পরিবারের দাবি, যতক্ষণ না পর্যন্ত এই মামলায় কোনও কার্যকরি পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে ততক্ষণ কিশোরির অন্ত্যেষ্টি করবে না পরিবার। এদিকে, ঘটনার পরই পঞ্চায়েত প্রধানের ছেলে বছর ২২ এর প্রিন্স তিওয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি ৩ জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, কিছুদিন আগেই চণ্ডীগড়ের আইএএস অফিসারের মেয়ে বর্ণিকা কুন্ডুকে উত্যক্ত করার অভিযোগ উঠেছিল বিজেপির এক প্রথমসারির নেতার ছেলের বিরুদ্ধে। সেই ঘটনার নিন্দায় যখন দেশ তোলপাড়, তারপর আবার এক কিশোরিকে হেনস্থা ও তাকে হত্যার ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে।

English summary
A 17-year-old girl was murdered allegedly by four boys from her village in Ballia, a district in eastern Uttar Pradesh, this morning. The family claims they had been stalking and harassing her for more than six months. They have refused to cremate the body till action is taken in the case.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X