For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যের স্কুলে ছাত্রছাত্রীদের ফেলের রেকর্ড! এবার পরীক্ষায় বসতে হবে শিক্ষকদের

ফল খারাপ ছাত্রদের। তাই এবার শিক্ষকদেরই পরীক্ষায় বসতে হবে। মধ্যপ্রদেশের স্কুল শিক্ষা দফতর থেকে এমনই নির্দেশিকা জারি করা হয়েছে।

Google Oneindia Bengali News

অত্যন্ত ফল খারাপ ছাত্রছাত্রীদের। তাই এবার শিক্ষকদেরই পরীক্ষায় বসতে হবে। মধ্যপ্রদেশের স্কুল শিক্ষা দফতর থেকে এমনই নির্দেশিকা জারি করা হয়েছে। মধ্যপ্রদেশের বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পরীক্ষায় ৩০ শতাংশ ছাত্রছাত্রী ফেল করার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দফতর। ১২ জুন এই পরীক্ষা নেওয়া হবে।

 রেকর্ড সংখ্যায় ছাত্রছাত্রী ফেল

রেকর্ড সংখ্যায় ছাত্রছাত্রী ফেল

মধ্যপ্রদেশের বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পরীক্ষা। সেই পরীক্ষায় ফেল করেছে গড়ে প্রায় ৩০ শতাংশ ছাত্রছাত্রী। যার জেরে এবার ৭০০ স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বসতে হবে পরীক্ষায়। শিক্ষক শিক্ষিকার সংখ্যা প্রায় ৩৫০০ বলেই জানা গিয়েছে। শিক্ষক শিক্ষিকাদের যে পরীক্ষায় বসতে হবে তার প্রশ্নপত্র হবে দশম এবং দ্বাদশ শ্রেণি সমতুল। মধ্যপ্রদেশে দশম এবং দ্বাদশ শ্রেণির ফল ঘোষণা হয়েছে ১৫ মে। দশম শ্রেণিতে পাশ করেছিল ৬১.৩২ শতাংশ আর দ্বাদশ শ্রেণিতে পাশ করেছিল ৭২.৩৭ শতাংশ ছাত্রছাত্রী।

শাস্তির হুঁশিয়ারি

শাস্তির হুঁশিয়ারি

স্কুল শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি রাশ্মী অরুণ স্বামী জানিয়েছেন, পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শিক্ষক শিক্ষিকাদের গ্রেড দেওয়া হবে। আর যদি ফেল করেন তাহলে শাস্তি জুটবে। শিক্ষকদের দায়িত্ব ও পড়ানোর ক্ষমতা কতটুতু রয়েছে, তাই যাচাই করে দেখতে চায় সরকার।

ভোপালের শিক্ষা আধিকারিক ধর্মেন্দ্র শর্মা জানিয়েছেন, গত পাঁচ বছরে বোর্ডের পরীক্ষায় যেমন প্রশ্ন এসেছে, ঠিক তেমনই প্রশ্ন করা হবে শিক্ষকদের জন্য। এই পরীক্ষার মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের জ্ঞানের বহরও যাচাই করা যাবে। তাদের পরীক্ষার ফল যদি খুবই খারাপ হয়, তাহলে ডিমোশনের পাশাপাশি তাঁদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

অন্য কারণ ও শিক্ষকদের দাবি

অন্য কারণ ও শিক্ষকদের দাবি

ছাত্রছাত্রীদের ফল খারাপ নিয়ে অন্য এক যুক্তিও উঠে আসছে। শিক্ষক শিক্ষিকারা ২০১৮-র নভেম্বর ডিসেম্বরে রাজ্যের বিধানসভা ভোট এবং পরবর্তী সময়ে লোকসভা ভোটের জন্য ব্যস্ত ছিলেন। ফলে ছাত্রছাত্রীদের প্রতি নজর পড়েছে কম।

মধ্যপ্রদেশ টিচার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদ আশুতোষ শর্মা বলেছেন, পরীক্ষা দিতে কোনও অসুবিধা নেই শিক্ষক শিক্ষিকাদের। তবে তাঁদের মান উন্নতির জন্য সরকারকে সময় দিতে হবে বলে দাবি করেছেন তিনি।

English summary
Madhya Pradesh government has decided to test skills of school teachers in about 700 schools by making them appear for an examination similar to class 10 and class 12 board exams after about 30% of the students in these schools failed in the MP Board of Secondary Education (MPBSE) examinations.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X