For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছাত্রীদের পোশাক ছাড়ার দৃশ্য দেখে জুতো পেটা খেলেন শিক্ষক, ভাইরাল হল ভিডিও

স্কুলের একটি ঘরে তাদের দেওয়া নতুন ইউনিফর্ম পরছিল ছাত্রীরা। আর সেই সময়ই সেই ঘরে ঢুকে পড়ে স্কুলের এক শিক্ষক। চাঞ্চল্য ফেলে দেওয়া এই ঘটনা উত্তর প্রদেশের হাতরাশের।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

স্কুলের একটি ঘরে তাদের দেওয়া নতুন ইউনিফর্ম পরছিল ছাত্রীরা। আর সেই সময়ই সেই ঘরে ঢুকে পড়ে স্কুলের এক শিক্ষক। চাঞ্চল্য ফেলে দেওয়া এই ঘটনা উত্তর প্রদেশের হাতরাশের। অভিযুক্ত স্কুল শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ দায়ের করা হয়েছে স্কুলের প্রিন্সিপ্যালের বিরুদ্ধেও।

শিক্ষকের এমন কীর্তিতে এখন শুধুই ছি-ছি

বুধবার ইন্টারনেটে অভিযুক্ত শিক্ষককে মারধরের ভিডিও আপলোড হতেই বিষয়টি জানাজানি হয়। ভিডিওটি-তে দেখা যায় অভিযুক্ত শিক্ষককে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন একদল অভিভাবক। এমনকী কিছু অভিভাবক ওই শিক্ষককে ধরে জুতো দিয়ে মারধর করার সঙ্গে সঙ্গে চড়ও মারতেও দেখা যায় ভিডিওটিতে।

জানা গিয়েছে মঙ্গলবার ওই স্কুলের পষ্ণম শ্রেণি ও সপ্তম শ্রেণির মেয়েদের নতুন ইউনিফর্ম দেওয়া হয়েছিল। তারা একটি ঘরে নতুন ইউনিফর্ম পরছিল। আর সেখানেই নাকি পোশাক ঠিক আছে কি না দেখার বাহানায় ঢুকে পড়ে অমেন্দ্র সিং নামে এক শিক্ষক। অভিযোগ পোশাকের লেন্থ ঠিক আছে কি না এই আছিলায় সেই শিক্ষক বেশিকিছু ছাত্রীর শরীরে হাতও দেয়।

গোটা ঘটনায় অঞ্চলের বেসিক শিক্ষা আধিকারি ও স্থানীয় পুলিশ প্রশাসন তদন্ত শুরু করে। বেসিক শিক্ষা আধিকারি ইতিমধ্যেই অভিযুক্ত শিক্ষক অমেন্দ্র সিং-কে সাসপেন্ড করেছেন এবং তদন্তের নির্দেশ দিয়েছেন। স্কুলের প্রধান শিক্ষক যশবীর সিং চৌহানকেও সাসপেন্ড করা হয়েছে।

অভিযুক্তদের বিরুদ্ধে আইপিসি-র সেকশনস ৩৫৪ অর্থাৎ অপরাধমূলক কার্যকলাপের ভিত্তিতে মহিলাদের সম্মানহানি, ৩৫৪-এ অর্থাৎ যৌন হেনস্থা, সেকশন ৫০৪ অর্থাৎ শান্তিভঙ্গের জন্য উদ্দেশ্যপ্রণোদিত ব্যঙ্গ, এবং ৫৬ নম্বর ধারা মানে অপরাধমূলক হস্তক্ষেপ ও পসকোর একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

English summary
A viral video of teacher thrashed by the guardian has surfaced on internet. The teacher is accused for watching girl's student changing uniform in a room.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X