ভোজপুরী গান গেয়ে শেখানো হচ্ছে ইংরেজি ব্যাকরণ! শিক্ষকের ভিডিও হল ভাইরাল
ইংরেজি পড়াচ্ছেন শিক্ষক। পড়ুয়াদের কাছে তা গ্রহণযোগ্য করে তুলতে অভিনব উপায় মাথা খাটিয়ে বের করেছেন তিনি। তাঁর সেই পড়ানোর ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে আসতেই ভাইরাল হয়ে গিয়েছে। শিক্ষক ছাত্রছাত্রীদের ভোজপুরী গানের মাধ্যমে ইংরেজি শেখাচ্ছেন।

ইংরেজিতে ভাওয়েল ও কনসোনেন্ট যা বাংলায় স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের মাধ্যমে শেখানোর চেষ্টা করছেন শিক্ষক। তাঁর সেই মজার গান ও পড়ানো পড়ুয়ারাও চুটিয়ে উপভোগ করছে। তিনি শেখাচ্ছেন - এ, ই, আই, ও, ইউ - পাঁচটি ভাওয়েল। বাকী সব কনসোনেন্ট। সবমিলিয়ে ইংরেজিতে ২৬টি 'অ্যালফাবেট' রয়েছে।
काश कि हमें ‘Vowels” और “Consonants” ऐसे किसी म्यूज़िकल गुरु जी ने पढ़ाए होते तो हम भी आज @ShashiTharoor बाबू की तरह फ़र्राटे मार के अंग्रेज़ी बोल रहे होते 😢😍😜👍 pic.twitter.com/Pb8M0tvXdC
— Dr Kumar Vishvas (@DrKumarVishwas) January 10, 2019
এই ভিডিওটি শেয়ার করেছন কুমার বিশ্বাস। পরে তা রি-পোস্ট করেছেন বিগ বি অমিতাভ বচ্চন। কুমার বিশ্বাস বলেছেন, যদি আমরা এরকম গুরুর কাছে ইংরেজি শিখতাম তাহলে আজকে শশী থারুরের মতো ইংরেজি বলতে পারতাম।
যে গানটি শিক্ষক গেয়েছেন সেটি একটি জনপ্রিয় ভোজপুরী গানের প্যারোডি ভার্সন। আসল গানটি গেয়েছেন সারদা সিনহা।