For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পড়ুয়াদের সামনেই শিক্ষিকার গায়ে কেরোসিন ঢেলে আগুন ব্যবসায়ীর, বেঙ্গালুরুর ঘটনায় ছিঃ ছিঃ

ক্লাসভর্তি পড়ুয়ার সামনেই শিক্ষিকার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরাল এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থা ওই শিক্ষিকার, বিজনেস পার্টনারের সঙ্গে মনোমালিন্যের জেরে হামলা বলে অনুমান পুলিশের।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

ক্লাসরুমের মধ্য়েই শিক্ষিকার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিল এক ব্যক্তি। ভয়ে, আতঙ্কে সেই দৃশ্য দেখল ক্লাসভর্তি পড়ুয়া। আপাতত ৫০ শতাংশের বেশি পুড়ে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ওই শিক্ষিকা। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর একটি স্কুলে।

[আরও পড়ুন : রাস্তায় প্রেমিককে ফোন, পরিণামে প্রেমিকার যা হাল করল পুলিশ][আরও পড়ুন : রাস্তায় প্রেমিককে ফোন, পরিণামে প্রেমিকার যা হাল করল পুলিশ]

পড়ুয়াদের সামনেই শিক্ষিকার গায়ে কেরোসিন ঢেলে আগুন ব্যবসায়ীর, বেঙ্গালুরুর ঘটনায় ছিঃ ছিঃ

বুধবার দুপুরে বেঙ্গালুরুর সাম্ভাইয়াপাল্য এলাকায় একটি সরকারি স্কুলের পঞ্চম শ্রেণিতে সোশ্যাল সায়েন্সের ক্লাস নিচ্ছিলেন কে জি সুনন্দা নামে ওই শিক্ষিকা। দুপুর ২টো নাগাদ হঠাৎই ক্লাসে ঢুকে পড়ে রেণুকারাধ্য় নামে এক ব্যক্তি। সুনন্দার ওপর চিৎকার করতে থাকেন ওই ব্যক্তি। সুনন্দা তাঁকে ক্লাস থেকে বেরিয়ে যেতে বলেন। কিন্তু বেরিয়ে না গিয়ে হাতে থাকা বোতল থেকে কেরোসিন ঢেলে দেন সুনন্দার ওপর। এরপরই আগুন ধরিয়ে দেওয়া হয় সুনন্দার গায়ে। ঘটনার ভয়াবহতায় বাকরুদ্ধ হয়ে গিয়েছিল কচি পড়ুয়ারা।

এরপরই তড়িঘড়ি অগ্নিদগ্ধ সুনন্দাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা যথেষ্টই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এদিকে এই ঘটনার পরই রেণুকারাধ্যের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেজি সুনন্দা শিক্ষকতা করলেও তিনি একটি ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। সেই বিজনেস পার্টনার ছিলেন রেুকারাধ্য। কিন্তু সম্প্রতি টাকা পয়সার নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য হয়। তার জেরেই এই ঘটনা বলে মনে করছে পুলিশ।

English summary
A teacher in Bengaluru school set ablaze in front of students, she has been reportedly attacked by her business partner.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X