For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পড়ুয়ার গাল মুচড়ে দিলেন শিক্ষিকা, ৫০ হাজার টাকা জরিমানা!

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

পড়ুয়া
চেন্নাই, ৩০ অক্টোবর: দুষ্টুমি করছিল ছেলেটি। তাই রেগে গিয়ে শিক্ষিকা তার দু'টো গাল ধরে মুচড়ে দিয়েছিলেন। এর জেরে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিল মাদ্রাজ হাই কোর্ট।

চেন্নাইয়ের কেশরী হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষিকা মেহরুন্নিসা দু'বছর আগে তার এক ছোট ছাত্রকে শাস্তি দিয়েছিলেন। ক্লাসে দুষ্টুমি করা ধমক দেন এবং দু'টো গাল ধরে মুচড়ে দেন। বাড়ি ফিরে ছেলেটি সে কথা জানায় মাকে। পরের দিনই মা আসেন ছেলেকে নিয়ে। তিনি স্কুলে এসে প্রতিবাদ জানানোর পাশাপাশি রাজ্য মানবাধিকার কমিশনে মামলা করেন স্কুলের বিরুদ্ধে। টিসি (ট্রান্সফার সার্টিফিকেট)-র জন্যও আবেদন করেন। ২০১৩ সালের মে মাসে রাজ্য মানবাধিকার কমিশন স্কুলের বিরুদ্ধে এক হাজার টাকা জরিমানা করে।

এদিকে, জরিমানার অঙ্ক কম হওয়ায় এবং স্কুল টিসি দিতে দেরি করায় ছাত্রটির মা মাদ্রাজ হাই কোর্টে মামলা করেন। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সঞ্জয়কিষণ কউল ও বিচারপতি এম সত্যনারায়ণ বলেন, দৈহিক শাস্তিদান নিষিদ্ধ হওয়ায় সত্ত্বেও ওই শিক্ষিকা তা মানেননি। এর ফলে ছাত্রটি শারীরিক যন্ত্রণা ভোগ করেছে। তাই তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

English summary
Teacher pinched student's cheek, asked to pay Rs 50k as fine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X