For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেয়ের প্রেমে পড়ায় সপ্তম শ্রেণীর ছাত্রকে খুন করলেন শিক্ষিকা

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

রাঁচি, ১০ ফেব্রুয়ারি : সপ্তম শ্রেণীর এক ছাত্রকে খুনের অভিযোগে স্যাফায়ার ইন্টারন্যাশনাল স্কুলের হিন্দির শিক্ষিকা নেজমা খাতুনকে গ্রেফতার করল পুলিশ। ওই শিক্ষিকার ১১ বছরের মেয়েকে ভালবাসার মতো গুরুতর অপরাধ ছিল ছাত্রটির। এই সম্পর্ক মেনে নিতে পারেননি নেজমা আর তাই মেয়ের জীবন থেকে তার প্রেমিককে সরাতে খুন করলেন তাকে। [অক্ষয় কুমারের ছবিতে অনুপ্রাণিত হয়ে খুন করে গ্রেফতার কিশোর]

শিক্ষিকার কোয়ার্টারের বাইরে থেকে উদ্ধার হয়েছে ছাত্রের মৃতদেহ। ওই কোয়ার্টারে স্বামী ও দুই সন্তানের সঙ্গে থাকতেন নেজমা। ছাত্রের নাম বিনয় মাহাতো। শুক্রবার রাতে তার হোস্টেলের সিসিটিভি ফুটেজে ১ টা ৯ মিনিটে বিনয়কে হেঁটে বেরিয়ে যেতে দেখা যায়। এবং টিচার্স হোস্টেলের দিকে যেতে দেখা যায়।

মেয়ের প্রেমে পড়ায় সপ্তম শ্রেণীর ছাত্রকে খুন করলেন শিক্ষিকা

পুলিশের তরফে জানানো হয়েছে, রাত দেড়টা নাগাদ টিচার্স হোস্টেলের মূল ফাটকের সামনে বিনয়কে আধমরা অবস্থায় খুঁজে পান অন্য এক শিক্ষিকা। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। ['১৭ বছরে প্রথম ধর্ষণ, ধরা পরিনি তাই আত্মবিশ্বাস বেড়েছিল', হাড় হিম করা স্বীকারোক্তি সিরিয়াল ধর্ষকের!]

পুলিশের দাবি, তদন্তে এমন কিছু প্রমাণ সামনে এসেছে যার জোরে সন্দেহ করা হচ্ছে বিনয়কে খুন করা হয়েছে। এরপরই তদন্তে পুলিশ জানতে পারে নেজমার মেয়ের সঙ্গে বিনয়ের সম্পর্কের কথা। এছাড়াও সিসিটিভি ফুটেজ অনুযায়ী, খুব স্বাভাবিক ও প্রাণবন্ত ভঙ্গিতেই হোস্টেল থেকে বেরিয়েছিল বিনয়।

তদন্তকারি এক পুলিশ অফিসারের মতে, "বিনয়ের শরীরী ভাষা দেখে মনে হচ্ছিল না যে এই প্রথমবার মধ্যরাতের রোমাঞ্চ ভ্রমণে বেরিয়েছে সে। এরপরই তদন্ত করতে গিয়ে বিনয়ের প্রেমের বিষয়টি উঠে আসে।" [বলিউড গান চালাতে বাধা দেওয়ায় বিয়ের আসরেই মাতাল অতিথিদের হাতে খুন পাত্রের বাবা]

মেয়েটির বাবা-মা সমানে প্রেমের সম্পর্কের বিষয়টিকে অস্বীকার করে যাচ্ছিলেন বয়সের দোহাই দিয়ে। তবে পুলিশের অনুমান অভিযুক্ত শিক্ষিকা মধ্যরাতে ওই ছাত্রের জন্যই অপেক্ষা করছিলেন। সেখানে তাকে নৃশংসভাবে মারধর করা হয়। এবং দোতলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় বিনয়কে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

রাঁচির এসএসপি কুলদীপ দ্বিবেদী জানিয়েছেন, নেজমা খাতুন, তার স্বামী এবং দুই সন্তানকে গ্রেফতার করা হয়েছে। ফরেন্সিক বিশেষজ্ঞদের সহায়তায় বৈজ্ঞানিক তদন্তে কিছু তথ্য প্রমাণ মিলেছে। তারই ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

English summary
Teacher kills class VII student for loving her daughter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X