For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চা কমাবে ক্যানসারের ঝুঁকি, জানাল গবেষণা

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১৩ নভেম্বর : নিয়মিত চা পান করলে, বিশেষ করে গ্রিন টি ও ব্ল্যাক টি কমিয়ে দেয় ক্যানসারের সম্ভাবনা। কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস যা কর্কট রোগের শরীরে প্রবেশ আটকাতে বিশেষ সাহায্য করে। [ক্যানসার থেকে বাঁচতে চাইলে কেন অবশ্যই খাবেন 'গ্রিন টি']

মার্কিন যুক্তরাষ্ট্রের একদল গবেষকের গবেষণায় উঠে এসেছে এমনই উল্লেখযোগ্য তথ্য। চা পানীয় হিসাবে সারা বিশ্বেই, বিশেষ করে এশিয়ায় জনপ্রিয়। [স্তন ক্যানসার সম্পর্কে অজানা কিছু তথ্য]

চা কমাবে ক্যানসারের ঝুঁকি, জানাল গবেষণা

এহেন চা-এ নানাবিধ ওষধি উপাদান রয়েছে বলে দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের গবেষক হাসান মুক্তার। [১০ টি খাবার যা ক্যানসার প্রতিরোধে সাহায্য করে]

ইন্ডিয়ান টি অর্গানাইজেশনের আয়োজিত একটি সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে হাসান মুক্তার ক্যানসার রোধে গ্রিন টি-র উপযোগিতার কথা বলেন। এমনকী ডায়বেটিস বা হার্টের অসুখেও চা-কে মহৌষধী হিসাবে তুলে ধরেছেন এই গবেষক। [জরায়ুর ক্যানসারের পূর্ব লক্ষণ]

হাসান মুক্তারের কথায়, গবেষণায় প্রমাণিত, যারা নিয়মিত চা পান করেন, তাদের ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। কারণ এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টস ক্যানসার তৈরি করা কোশকে মেরে ফেলে। [ব্রেন ক্যানসার সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য]

লিভার, ত্বক, প্রস্টেট, ফুসফুস, স্তন ক্যানসারকে আটকানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নেয় চা, এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা। [মাছ খাওয়াকে কেন মহৌষধী বলছেন বিশেষজ্ঞরা]

একইসঙ্গে বিশেষজ্ঞরা জানিয়েছেন, জাপান, চিনের মতো দেশে যেখানে অনেক বেশি পরিমাণে চা পান করা হয়, সেখানে স্তন ক্যানসারে আক্রান্তের সংখ্যা অনেক কম। তুলনায় পশ্চিমী দেশগুলিতে স্তন ক্যানসারে আক্রান্তের সংখ্যা অনেক বেশি। [ফুসফুসের ক্যানসারের পিছনের প্রধান অনুঘটকগুলি কি কি]

English summary
Tea consumption reduces risk of cancer: experts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X